New Year celebrations

বর্ষবরণের কাউন্ডডাউন শুরু ভারতে, নতুন বছরকে স্বাগত জানাল সামোয়া-নিউজিল্যান্ড

ভারতীয় সময় সাড়ে ৪টে নাগাদ নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৭:২৮
Share:

অকল্যান্ডের স্কাই টাওয়ারের উপর আতসবাজির রোশনাই। ছবি: এএনআই।

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বর্ষবরণে মাতবেন দেশবাসী। তবে পৃথিবীর বেশ কিছু দেশে ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

নতুন বছর ২০১৯-কে সর্বপ্রথম স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট দেশ সামোয়া। ভারতীয় সময় দুপুর ৩টে বেজে ৩৫ মিনিট নাগাদ নতুন বছরকে স্বাগত জানায় তারা। তার পর পালা আসে নিউজিল্যান্ডের।

ভারতীয় সময় সাড়ে ৪টে নাগাদ নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। দূষণের কথা মাথায় রেখে আতস ও শব্দবাজি নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছিল সেখানে। তবে ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করতেই সে সব বিধিনিষেধের কথা ভুলে যান সকলে।

Advertisement

অকল্যান্ডের বর্ষবরণ।

আরও পড়ুন: আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা

আরও পড়ুন: পরকীয়া মানেই গুজগুজ নয়, সম্মানেরও হতে পারে, বললেন কৌশিক​

আগে থাকতেই রকমারি আলোতে সাজানো হয়েছিল স্কাই টাওয়ার এবং হারবার ব্রিজ। তার উপর দিয়ে গোটা অকল্যান্ডের আকাশ ছেয়ে যায় আতসবাজির রোশনাইয়ে। ব্রিজ সংলগ্ন একটি পার্কে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের ব্যবস্থা হয়েছে। সেখানে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement