মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ওহিয়োর বাড়িতে হামলা। ছবি: সংগৃহীত।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেজি ভান্সের বাড়িতে হামলা করার অভিযোগ উঠল। যদিও হামলার সময় তিনি বা তাঁর পরিবারের কোনও সদস্য ওহিয়োর ওই বাড়িতে ছিলেন না বলে প্রকাশিত খবরে দাবি।
হামলার ঘটনার জেরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন মার্কিন গোয়েন্দারা। স্থানীয় সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলার জেরে বাড়ির একটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধৃত ব্যক্তিকে জেরা করে হামলার কারণ জানার চেষ্টা করছেন মার্কিন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা।
ভান্স বা তাঁর পরিবারের কোনও সদস্য হামলার নিশানা ছিলেন কি না, সে বিষয়টিও তদন্তকারীদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। প্রকাশিত কয়েকটি খবরে দাবি, হামলাকারী বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছেন। যদিও ওহিয়ো পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত বাড়ির বাইরে থেকেই হামলা চালানো হয়েছে।