Balochistan Crisis

বালোচিস্তান জুড়ে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা! বিদ্রোহীদের রুখতে পাক সরকারের কৌশল

ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়েছে মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে ‘পাকিস্তান-বিরোধীরা’ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ২৩:০১
Share:

ছবি: রয়টার্স।

একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার বালোচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। প্রাথমিক ভাবে তিন সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে শুক্রবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার জানিয়েছে।

Advertisement

ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়েছে মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে ‘পাকিস্তান-বিরোধীরা’ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ভোরে নৌশকি জেলায় বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) হামলায় নিহত হয়েছিলেন এক মেজর-সহ তিন পাক সেনা। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল। অন্য দিকে, শুক্রবার ভোরে বালোচিস্তান-আফগানিস্তান সীমান্তে পাক সেনার সঙ্গে সংঘর্ষে ৩৩ বিদ্রোহী নিহত হয়েছে বলে পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু হামলায় অভিযুক্ত বিদ্রোহীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছে বলে প্রমাণ মিলেছে। সে কারণেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ। তার পর থেকে তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে পাক সেনা এবং প্রশাসনিক কর্মীদের উপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement