Balochistan Liberation Army

বালোচিস্তানে দু’টি বিদ্রোহী ঘাঁটিতে পাক সেনার হামলা, গুলির লড়াইয়ে নিহত ১৮! উদ্ধার অস্ত্র, বিস্ফোরক

পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কোয়েটা জেলার চিলতান পর্বতমালা এবং কেচ জেলার বুলেদায় দু’টি পৃথক অভিযান চালানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:১১
Share:

পাকিস্তানের সেনাবাহিনী। —ফাইল চিত্র।

খাইবার পাখতুনখোয়ায় ধারাবাহিক অভিযানের পাশাপাশি এ বার আফগানিস্তান সীমান্ত লাগোয়া আর এক প্রদেশ বালোচিস্তানে নতুন করে জঙ্গিদমনে নামল পাক সেনা। বুধবার রাতে দু’টি পৃথক সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র অন্তত ১৮ জন সশস্ত্র যোদ্ধার মৃত্যু হয়েছে বলে পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে।

Advertisement

আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কোয়েটা জেলার চিলতান পর্বতমালা এবং কেচ জেলার বুলেদায় দু’টি পৃথক ঝটিকা অভিযান চালানো হয়। গুলির লড়াইয়ে চিলতানে ১৪ জন এবং কেচে চার জন বালোচ বিদ্রোহী (পাক সরকার এবং সেনা যাঁদের ‘‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে চিহ্নিত করে) নিহত হন। উদ্ধার করা হয় স্বয়ংক্রিয় রাইফেল, মর্টার, মেশিনগান-সহ নানা অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক।

জঙ্গিদমন অভিযানে সাফল্যের জন্য বৃহস্পতিবার পাক সেনাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। প্রসঙ্গত, গত কয়েক মাসে কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার মতো নতুন কৌশলে হানাদারি চালিয়েছে বিএলএ। তাদের ফিদায়েঁ বাহিনী মজিদ ব্রিগেডই এই হামলাগুলি চালাচ্ছে বলে সেনার দাবি। ঘটনাচক্রে, মার্চ মাসের গোড়াতেই অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ। ইসলামাবাদের অভিযোগ, ভারতের মদতেই একজোট হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement