Loan for Pakistan

পাকিস্তানকে ফের ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক! এ বার তিন হাজার কোটির চুক্তি হচ্ছে ইসলামাবাদের সঙ্গে

আঞ্চলিক উন্নয়নমূলক ব্যাঙ্ক এডিবি থেকে ফের ঋণ নিচ্ছে পাকিস্তান। এডিবির সঙ্গে একটি নতুন চুক্তি হয়েছে ইসলামাবাদের। ওই চুক্তির মাধ্যমে পাকিস্তানকে প্রায় তিন হাজার কোটি টাকা ঋণ দেবে এডিবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৮:১১
Share:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

পাকিস্তানকে ফের ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)। ইতিমধ্যে এডিবির সঙ্গে ৩৫ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার কোটি টাকা) ঋণের চুক্তি সেরে নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম ‘রেডিয়ো পাকিস্তান’-এর দাবি, মহিলাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের জন্য ওই টাকা খরচ করা হবে। চলতি মাসের শুরুর দিকেই পাকিস্তানের জন্য ৮০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকার) ঋণ মঞ্জুর করেছিল এডিবি। এ বার ফের পাকিস্তানকে ঋণ দিচ্ছে তারা।

Advertisement

এডিবি হল একটি আঞ্চলিক উন্নয়নমূলক ব্যাঙ্ক, যা এশিয়ার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কাজ করে। এর সদর দফতর রয়েছে ফিলিপিন্সে। এ ছাড়া বিশ্বের নানা প্রান্তে এডিবি-র মোট ৩১টি দফতর রয়েছে। রেডিয়ো পাকিস্তান অনুসারে, মঙ্গলবার দু’পক্ষের মধ্যে এই চুক্তিটি হয়েছে। পাকিস্তান সরকার সে দেশের জাতীয় অর্থনীতিতে মহিলাদের অবদান আরও জোরদার করতে এডিবির সঙ্গে এই চুক্তি করছে।

এর আগে জুনের শুরুর দিকে পাকিস্তানের অর্থনৈতিক স্থায়িত্ব জোরদার করা এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য ইসলামাবাদকে ৮০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছিল এডিবি। সূত্রের খবর, পাকিস্তানের এই ঋণের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল ভারত। কিন্তু তা সত্ত্বেও ঋণ মঞ্জুর করা হয়েছিল জুনের শুরুতে। এ বার এডিবির সঙ্গে আরও একটি চুক্তি সেরে নিল পাকিস্তান। এর আগে গত মে মাসে পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় আট হাজার কোটি টাকা) অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছিল আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)।

Advertisement

গত ৯ জুন পাকিস্তান সরকার ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ অর্থবর্ষের (পাকিস্তানের অর্থবর্ষ শুরু হয় জুলাই মাসে) প্রথম ন’মাসে পাকিস্তানের ঋণের বোঝা বৃদ্ধি পেয়ে হয়েছিল ৭৬ লক্ষ কোটি পাকিস্তানি রুপি (ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ কোটি টাকা)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement