US

চিনের উপর নজর রাখতেই হু-তে ফিরবে আমেরিকা, ঘোষণা বাইডেনের

চিনের উপর নজর রাখতেই এই পদক্ষেপ, জানিয়েছেন বাইডেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৫:৫৪
Share:

আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। -ফাইল ছবি।

তাঁর প্রশাসনের কাজ শুরুর প্রথম দিনেই আমেরিকা ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (‘হু’) যোগ দেবে, জানালেন ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন। এও বললেন, ‘‘চিন সব আইনকানুন মানছে কি না সে ব্যাপারেও আমাদের নিশ্চিত হতে হবে।’’

Advertisement

চিন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি কী হবে, এই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ডেলাওয়্যার প্রদেশে তাঁর নিজের শহর উইলমিংটনে এ কথা বলেছেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট।

চিনের উহান প্রদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর খবর বেজিং হু-কে সময়মতো দেয়নি, পরে পেয়েও তার ভয়াবহতা সম্পর্কে বিশ্বকে সচেতন করতে হু দ্বিধাগ্রস্ত ছিল বেশ কিছু দিন, কথা বলেছে চিনের সুরেই, এই সব অভিযোগে গত এপ্রিলে হু থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অভিযোগ ছিল, গত বছরের অগস্টেই এই সংক্রমণ ছড়িয়েছিল উহানে। কিন্তু সে খবর বেজিং হু-কে জানায় ৩ মাস পর, ডিসেম্বরে। গত বছর পর্যন্ত হু-কে সবচেয়ে বেশি অর্থসাহায্য দিয়েছে আমেরিকাই।

Advertisement

কেন আমেরিকা আবার হু-তে যোগ দিচ্ছে, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গত কাল বাইডেন বলেছেন, ‘‘হু-তে থেকে চিন সব আইনকানুন মেনে চলছে কি না সে ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। আমরা চাইছি, চিন বুঝুক তাকে হু-র সব আইনকানুন মেনে চলতে হবে। তাই আমরা আবার যোগ দেব হু-তে।’’

আরও পড়ুন: বিবেকের নাম ঘিরেও চর্চা আমেরিকায়

আরও পড়ুন: আমেরিকা-ভারত প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করতে উদ্যত চিন, দাবি নথিতে

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও চিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা বলেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। তাঁর জয়লাভের পর তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে সেই পদক্ষেপ কী হবে? আমেরিকা কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে চিনের বিরুদ্ধে নাকি আমেরিকায় আসা চিনা পণ্যাদির উপর শুল্কের বোঝা বাড়াবে?

বাইডেন গত কাল বলেন, ‘‘শাস্তির কথা বলতে চাইনি। শুধু দেখতে চাই চিন সব আইনকানুন মেনে চলছে কি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement