Bangladesh Election

জাতীয় সংসদের নির্বাচনে ভোট দিতে পারবেন জেলবন্দিরাও, জানাল বাংলাদেশ নির্বাচন কমিশন

এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, তাঁরাও এ বার ভোট দিতে পারবেন বলে জানান আনোয়ারুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সুপারিশ মেনেই রমজান মাস শুরুর আগে, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২৩:০৪
Share:

মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।

বাংলাদেশে জাতীয় সংসদের আগামী নির্বাচনে জেলবন্দি বিচারাধীন এবং সাজাপ্রাপ্তেরা ভোট দিতে পারবেন। শুক্রবার এ কথা জানিয়েছেন সে দেশের নির্বাচন কমিশনার মহম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন, নির্বাচন কমিশন (ইসি) সে ব্যবস্থা করেছে।’’

Advertisement

এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, তাঁরাও এ বার ভোট দিতে পারবেন বলে জানান আনোয়ারুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সুপারিশ মেনেই রমজান মাস শুরুর আগে, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হচ্ছে। তার প্রস্তুতির প্রসঙ্গে শুক্রবার নির্বাচন কমিশনার বলেন, ‘‘প্রস্তুতি হিসেবে আমরা সারা দেশে, যাঁরা ভোট গ্রহণ করবেন—প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করছি।’’

পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন শাখা— স্থল, নৌ এবং বায়ুসেনার আধিকারিকদের সঙ্গেও কমিশন বৈঠক করেছে বলে জানান তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়েও শুক্রবার মন্তব্য করেছেন আনোয়ারুল। তিনি বলেন, ‘‘সারা দেশে একটা খারাপ পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে ভোট গ্রহণের দায়িত্ব থাকা লোকজনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব ও আশঙ্কা কাজ করছে। আমরা আশাবাদী, এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement