গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা খারিজ করে দিল রাশিয়া। প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার বলেন, ‘‘রাশিয়া ট্রাম্পের হুঁশিয়ারির পরোয়া করে না।’’
কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য সোমবার মস্কোকে ৫০ দিনের সময় দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ না-থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই আবহে মেদভেদেভ মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন, রাশিয়া নিজেদের শর্ত মেনেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে।
আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে সোমবার বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় তাঁদের। নেটোর সদস্য দেশগুলির মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথাও ঘোষণা করেন তিনি। এর পরেই ভ্লাদিমির পুতিনের সরকারকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, যে দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা। রাশিয়ার ওই ‘বন্ধু’দের পণ্য আমেরিকার কোনও সংস্থা কিনলে তাদের ১০০ শতাংশ হারে আমদানি শুল্ক দিতে হবে। আগামী ৫০ দিনের মধ্যে যদি পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না-করেন, তবে ওই শুল্ক ধার্য হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।