ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত কিভ। ছবি: রয়টার্স।
শনিবার সকাল থেকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইউক্রেনের রাজধানী কিভে। রুশ সেনার হামলায় তছনছ শহরের বিভিন্ন অংশ। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, আট জনের মৃত্যু হয়েছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায়। গুরুতর আহত অন্তত ১৭ জন।
আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে, রাশিয়া হামলা চালাতে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর পাশাপাশি সমানতালে চলেছে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন হামলা!
বৃহস্পতিবার রাশিয়ার উরাল অঞ্চলের একটি অস্ত্র এবং বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছিল। ঘটনাচক্রে, তার পরেই ইউক্রেনে হামলার অভিঘাত বাড়িয়েছে মস্কো। সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, অন্তর্ঘাতের কারণেই বিস্ফোরণের শিকার হয়েছিল উরালের কোপেইস্কের ওই অস্ত্র ও বিস্ফোরক কারখানা। প্রসঙ্গত, ১ জুন রুশ ভূখণ্ডের ভিতরে পাঁচ সামরিক বিমানঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। কিভের ওই সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন স্পাইডার ওয়েব’। গোপনে স্থলপথে রুশ ভূখণ্ডে শতাধিক ড্রোন নিয়ে গিয়ে ওই হামলা চালানো হয়েছিল।