Russia-Ukraine War

জ়েলেনস্কি আগে মস্কোয় আসুন! রুশ-ইউক্রেন শান্তি সমঝোতার শর্ত বুঝিয়ে দিয়ে পুতিনের দাবি: আমি তো বৈঠকের জন্য প্রস্তুত

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। যৌথ সাংবাদিক বৈঠকের সময়ে পুতিন নিজেই ট্রাম্পের উদ্দেশে বলেছিলেন, “পরের বার মস্কোয় (বৈঠক হবে)।” তবে বুধবার রুশ প্রেসিডেন্ট নিজেই জানিয়ে দিলেন, আপাতত ট্রাম্পের রাশিয়া সফরের কোনও প্রস্তুতি নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৩
Share:

(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার নিজেই সে কথা জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কোনও অভিপ্রায় যে তাঁর নেই, তা-ও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের বক্তব্য, বৈঠকের জন্য মস্কোয় যেতে হবে জ়েলেনস্কিকে।

Advertisement

রুশ প্রেসিডেন্ট বলেন, “আমি জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কিন্তু ওই বৈঠকের কি কোনও মানে আছে! যদি জ়েলেনস্কির বৈঠকের বিষয়ে সব প্রস্তুতি হয়ে গিয়ে থাকে, তবে আমিও বৈঠকের জন্য প্রস্তুত। জ়েলেনস্কি মস্কোয় আসুন, আলোচনা হবে।” প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা রুশ-ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন এবং জ়েলেনস্কির সঙ্গে আলাদা ভাবে বৈঠক সেরেছেন তিনি। ওই বৈঠকের পরে জানা গিয়েছিল, শীঘ্রই পুতিন এবং জ়েলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। কিন্তু তা এখনও হয়ে ওঠেনি। এ অবস্থায় পুতিনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

হোয়াইট হাউসে জ়েলেনস্কি এবং ট্রাম্পের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন। জ়েলেনস্কির সঙ্গী হিসাবে তাঁরা গিয়েছিলেন বৈঠকে। হোয়াইট হাউসের আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন ইউরোপীয় নেতারা। পুতিন বুধবার বলেন, “প্রতিটি দেশ নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ করতে পারে। এটা যেমন ইউক্রেনের জন্য ঠিক, তেমন রাশিয়ার জন্যও। আমরা চাই না ইউক্রেন ‘নেটো’ (আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট)-এর সদস্য হোক। আমরা ইউক্রেনের ভূখণ্ডের দখল নেওয়ার জন্য লড়ছি না, আমরা লড়ছি মানুষের অধিকারের জন্য।”

Advertisement

এর আগে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। যৌথ সাংবাদিক বৈঠকের সময়ে পুতিন নিজেই ট্রাম্পের উদ্দেশে বলেছিলেন, “পরের বার মস্কোয় (বৈঠক হবে)।” তবে বুধবার রুশ প্রেসিডেন্ট নিজেই জানিয়ে দিলেন, আপাতত ট্রাম্পের রাশিয়া সফরের কোনও প্রস্তুতি নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement