Israel-Hamas Conflict

দু’দশকের মধ্যে বিশ্বে ভয়াবহতম পরিস্থিতি গাজ়ায়! বলল রাষ্ট্রপুঞ্জ, খুন আরও ছয় সাংবাদিক

ঘটনাচক্রে, সেই হামলাটি হয়েছিল আল-শিফা হাসপাতালে। গাজ়ায় ২২ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ইজ়রায়েলের হামলায় প্রায় আড়াইশো সাংবাদিক নিহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ২৩:৩১
Share:

ইজ়রায়েলি হামলায় নিহত সাংবাদিক। ছবি রয়টার্স।

এক মাসের মধ্যে আবার গাজ়া এক সঙ্গে ছ’জন সাংবাদিককে খুন করল ইজ়রায়েলি সেনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, সোমবার দক্ষিণ গাজ়ার শরণার্থী অধ্যুষিত খান ইউনুস এলাকায় একটি হাসপাতালে হামলা চালিয়ে অন্তত ২১ জনকে হত্যা করেছে ইজ়রায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ছ’জন সাংবাদিক রয়েছেন।

Advertisement

নিহতেরা রয়টার্স, আল জাজ়িরা, অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক। প্রসঙ্গত, এর আগে গত ১০ অগস্ট গাজ়া সিটিতে হামলা চালিয়ে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরার পাঁচ জন সাংবাদিককে খুন করেছিল ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। ঘটনাচক্রে, সেই হামলাটি হয়েছিল আল-শিফা হাসপাতালে। গাজ়ায় ২২ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ইজ়রায়েলের হামলায় প্রায় আড়াইশো সাংবাদিক নিহত হয়েছেন।

রাষ্ট্রপুঞ্জের মানবিক সাহায্য বিষয়ক দফতর (ওসিএইচএ) সোমবার গাজ়া পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে। ভূমধ্যসাগরের তীরবর্তী প্যালেস্টাইনি ভূখণ্ডটি ধীরে ধীরে দুর্ভিক্ষের গ্রাসে চলে যাচ্ছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গাজ়ায় শিশুদের মধ্যে ক্ষুধা ও অপুষ্টি আরও তীব্র হচ্ছে।’’ অবিলম্বে গাজ়ায় খাদ্য ও পানীয় জল সরবরাহে অনুমোদন দেওয়ার জন্য তেল আভিভের কাছে আবেদনও জানিয়েছে ওসিএইচএ। এর আগে রবিবার ইউনিসেফের একটি রিপোর্টে বলা হয়, ‘বিশ্বে এমন দুর্ভিক্ষ পরিস্থিতি গত ২০ বছরে কখনও হয়নি। কিছুটা এমন অবস্থা হয়েছিল সুদানে, আংশিক দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেখানেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উপায় ছিল মানুষের। গাজ়ার মানুষের সেটুকু সুযোগও নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement