billings

আড়াই ফুট বরফের তলায় গোটা শহর, রেকর্ড তুষারপাতে কাঁপছেন বাসিন্দারা

প্রায় আড়াই ফুট বরফের তলায় একটা গোটা শহর। বিমানবন্দরও রয়েছে প্রায় ৭ ইঞ্চি বরফের নীচে। ইয়োলোস্টোন নদীর ধারে আমেরিকার মন্টানার বিলিংস শহরে তাপমাত্রা নামছে হু হু করে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১২:২৯
Share:
০১ ০৯

প্রায় আড়াই ফুট বরফের তলায় একটা গোটা শহর। বিমানবন্দরও রয়েছে প্রায় ৭ ইঞ্চি বরফের নীচে। ইয়োলোস্টোন নদীর ধারে আমেরিকার মন্টানার বিলিংস শহরে তাপমাত্রা নামছে হু হু করে।

০২ ০৯

গত এক সপ্তাহ ধরে হিমাঙ্কের চেয়ে ৩০ ডিগ্রি নীচে রয়েছে তাপমাত্রা। শুক্রবার থেকে শনিবার, ২৪ ঘণ্টায় বরফ পড়েছে প্রায় ১৭ ইঞ্চি।

Advertisement
০৩ ০৯

বিমানবন্দর এলাকায় সকাল ৯টা নাগাদ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচল কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে প্রায় রোজই।

০৪ ০৯

গত এক সপ্তাহ ধরে প্রতি ঘণ্টায় গড়ে এক ইঞ্চি করে বরফ পড়েছে এই শহরে। বরফ পড়ার রেকর্ড হয়েছে চলতি বছর।

০৫ ০৯

একই সঙ্গে শুরু হয়েছে তুষারঝড়ও। তবে বৃষ্টি শুরু হয়েও ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গেই তা জমে বরফ হয়ে গিয়েছে।

০৬ ০৯

রবিবার তুষারপাতের পরিমাণ আরও বাড়তে পারে, জানিয়েছেন আবহবিদরা। বৃষ্টি হচ্ছে ওকলাহোমাতেও।

০৭ ০৯

বৃষ্টির সঙ্গে তুষারপাত শুরু হয়েছে ওকলাহামা শহরেও। ওকলাহামার বেশ কয়েকটি জায়গায় রাস্তাঘাট একেবারে শুনশান।

০৮ ০৯

ওকলাহামা শহরের একটি রাস্তায় তুষারঝড়ের ফলে যান চলাচলে সমস্যাও হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় গাছগুলিও একেবারে বরফে মোড়া।

০৯ ০৯

ওকলাহোমা শহরে তুষারপাতের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হিমাঙ্কের অনেকটাই নীচে থাকছে তাপমাত্রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement