archaeopteryx plane

স্রেফ পা দিয়ে চালিয়ে দিব্যি আকাশে ওড়ানো যাবে এই বিমান

একটা বিমান। মানেই অসংখ্য যাত্রী। নিরাপত্তা। বিমানসেবিকা, আর অবশ্যই বিমানচালক ও তাঁর সহযোগীরা। সঙ্গে হাজারো জটিল যন্ত্রপাতি। আকাশে ওড়া কি এতই সহজ!

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১১:২৬
Share:
০১ ১১

একটা বিমান। মানেই অসংখ্য যাত্রী। নিরাপত্তা। বিমানসেবিকা, আর অবশ্যই বিমানচালক ও তাঁর সহযোগীরা। সঙ্গে হাজারো জটিল যন্ত্রপাতি। আকাশে ওড়া কি এতই সহজ!

০২ ১১

কিন্তু এমনটা যদি হত, বিমানে চেপে বসা যেত, আর দিব্যি সাইকেলের মতো চালিয়ে উড়ে যাওয়া যেত আকাশে! এমনটা কিন্তু কল্পনা নয়। এমনটাই ঘটেছে বাস্তবে।

Advertisement
০৩ ১১

আসনে বসে পড়লেন চালক। পা দুটো বিমানের বাইরে। এক্কেবারে হালকা ওজনের বিমানটি-সহ খানিকটা দৌড়ে গিয়ে তারপর সোঁ করে আকাশে পাড়ি দিলেন তিনি।

০৪ ১১

এক আসন বিশিষ্ট এই হাই টেক বিমানগুলি সুইজারল্যান্ডের একটি সংস্থার তৈরি।

০৫ ১১

এই বিমানগুলিকে গ্লাইডারও বলছেন কেউ কেউ। সুইজারল্যান্ডের বিমান চালানোর এক ক্লাবে এই বিমান চালিয়েছেন অনেকে।

০৬ ১১

এই বিমানকে বলা হচ্ছে আর্কিওপটেরিক্স। প্রাগৈতিহাসিক সেই পাখির নামেই রাখা হয়েছে এই বিমানের নাম।

০৭ ১১

বৈদ্যুতিন একটি মোটরের মাধ্যমে চলে এই বিমান, জানিয়েছে সংস্থা।

০৮ ১১

এই হালকা বিমানে চেপে প্রায় ৫০০ কিমি পর্যন্ত টানা ওড়া যাবে। আল্পসের দু’দিক দিয়েই চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই বিমান।

০৯ ১১

আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে এই বিমান। তা সফলও হয়েছে। গাড়ির বদলে যদি নিজের এমন একটি বিমান থাকত, তা হলে মন্দ হত না, বলছেন অনেকেই।

১০ ১১

পৃথিবীর বিভিন্ন দেশে থেকে উৎসাহীদের অনেকেই এই বিমান কিনতে আগ্রহ প্রকাশ করছেন। তবে এই বিমানের দাম কত?

১১ ১১

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বিমানের দাম ৭২ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement