International News

৪ হাজার ফুট উঁচুতে প্যারাস্যুট খুলতেই বুঝলেন স্বামীর কীর্তি...

৪ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে ঝাঁপ মারার সময় ভিক্টোরিয়া সিলিয়ার্স বুঝতেই পারেননি প্যারাস্যুট খুলবে না।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ১৯:৩৫
Share:

ভিক্টোরিয়া সিলিয়ার্স।- ফেসবুকের সৌজন্য।

আকাশে যাতে একেবারেই না খোলে স্ত্রীর প্যারাস্যুট, আগেই তার কলকাঠি নেড়ে রেখেছিলেন স্বামী।

Advertisement

৪ হাজার ফুট উচ্চতায় বিমান থেকে ঝাঁপ মারার সময় ভিক্টোরিয়া সিলিয়ার্স বুঝতেই পারেননি প্যারাস্যুট খুলবে না।

যখন বুঝতে পারলেন, তখন ভিক্টোরিয়া এটাও বুঝে ফেলেছিলেন, তাঁর মৃত্যু অনিবার্য।

Advertisement

৪ হাজার ফুট উচ্চতা থেকে হুড়হুড় করে নীচে নামার সময় ভিক্টোরিয়া শুধু এক বার তাকিয়ে দেখেছিলেন, কোথায় পড়তে চলেছেন। দেখেই চোখ বুঁজে ফেলেছিলেন। হারিয়ে ফেলেছিলেন সংজ্ঞা।

মেরুদণ্ডে মারাত্মক চোট পেয়েছিলেন ৪১ বছর বয়সী ভিক্টোরিয়া। তাঁর কলার বোন ভেঙে গিয়েছিল। পা ভেঙেছিল। পাঁজরের হাড় ভেঙেছিল।

তার পরেও বরাত জোরে বেঁচে গিয়েছিলেন ভিক্টোরিয়া সদ্য লাঙল-চষা জমিতে আছড়ে পড়েছিলেন বলে। নরম মাটিই তাঁর প্রাণ বাঁচিয়েছিল।

আরও পড়ুন- কিম-কর্তব্য: ইগোর খোঁচায় নোবেল-স্বপ্নও ঝেড়ে ফেললেন ট্রাম্প!

আরও পড়ুন- ব্রিটেনেও শিখ মৌলবাদ, ক্ষুব্ধ দিল্লি​

ভিক্টোরিয়া স্কাই ডাইভ করতে যাবেন শুনে তাঁকে মেরে ফেলার ফন্দি এঁটে তাঁর প্যারাস্যুট যাতে আকাশে না খোলে, আগেভাগেই তার ব্যবস্থা করে রেখেছিলেন স্বামী এমিল সিলিয়ার্স। এমিল ব্রিটিশ সেনাবাহিনীর জওয়ান।

বৃহস্পতিবার ব্রিটেনের উইনচেষ্টার ক্রাউন কোর্ট স্ত্রীকে খুনের চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে ৩৮ বছর বয়সী এমিলকে। দিনকয়েকের মধ্যেই তাঁর শাস্তি ঘোষণা করবে আদালত।

আদালতে দেওয়া সাক্ষ্য জানাচ্ছে, এর আগেও স্ত্রী ভিক্টোরিয়াকে খুনের চেষ্টা করেছিলেন এমিল, যাতে বাড়িতে গ্যাস কুকার ফেটে মারা যান ভিক্টোরিয়া।

সিনিয়র প্রসিকিউটর আমান্দা সায়োৎজ বলেছেন, ‘‘স্ত্রীর নামে প্রচুর বিমা ছিল। তাই স্ত্রীর মৃত্যু হলে সেই টাকা দিয়ে প্রেমিকাকে নিয়ে চুটিয়ে সংসার করতে পারবেন, এই হিসেব কষেই ভিক্টোরিয়াকে খুনের চেষ্টা করেছিলেন এমিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন