Viral

বাড়িতে ঢুকে এক ঘুম সেরে নিল কালো ভাল্লুক! তারপর?

‘বাড়িতে ভাল্লুক ঢুকে পড়ছে’, সকাল ৬টা নাগাদ এই খবর যায় শেরিফের অফিসে। উদ্ধারকারি দল এসে বাড়িতে ঢোকে। কিন্তু ঢুকে দেখে, ভাল্লুকটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটি সেল্ফের ওপর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ২২:১৮
Share:

বাড়ির সেল্ফে উঠে বসেছে ভাল্লুক। ছবি ফেসবুক থেকে নেওয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টেনার একটি বাড়িতে কোনও ভাবে ঢুকে পড়ে একটি কালো ভাল্লুক। ঢুকে পড়ার পর কোনও ভাবে দরজা লক হয়ে যায়। ফলে চাইলেও বেরিয়ে আসার উপায় ছিল না ভাল্লুকটির। তবে উপায় যেমন ছিল না, ভাল্লুকটির ইচ্ছে ছিল কিনা কে জানে!

Advertisement

‘বাড়িতে ভাল্লুক ঢুকে পড়ছে’, সকাল ৬টা নাগাদ এই খবর যায় শেরিফের অফিসে। উদ্ধারকারি দল এসে বাড়িতে ঢোকে। কিন্তু ঢুকে দেখে, ভাল্লুকটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটি সেল্ফের ওপর। সেল্ফটা নিদ্রা দেওয়ার জন্য খুব নরম না হলেও ভাল্লুকটির যে মোটের ওপর পছন্দ হয়েছিল তা তাকে দেখলেই বোঝা যাচ্ছিল।

এবার ভাল্লুকটিকে বের করে আনার তত্পরতা শুরু হয়। প্রথমে ভাল্লুকটিকে ঘুম-পাড়ানি গুলি করা হয়। যাতে উদ্ধার করতে গেলে কেউ আহত না হন।

Advertisement

আরও পড়ুন : বছরের এই দিনে চাইলেই পোষা কুকুর নিয়ে অফিস যেতে পারেন

আরও পড়ুন : রেকর্ড করা হাঁসের ডাক শুনিয়ে বাচ্চাদের বের করছেন দমকল কর্মীরা! ভাইরাল ভিডিয়ো

শেরিফের অফিস পরে গোটা চারেক ছবি পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে ভাল্লুকটি সেল্ফের ওপর ঘুমচ্ছে, এক অফিসার তার সঙ্গে সেল্ফিও তুলেছেন। পরে অচৈতন্য অবস্থায় সেটিকে একটি স্ট্রেচারের ওপর রাখার ছবিও প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement