International News

৫০, ৯০ বা ১২২ কোটি, বছরের সবচেয়ে দামি এই ১০ গাড়ির দাম আপনাকে চমকে দেবে

কোনওটার দাম ৯০ কোটি, কোনওটা ৭০ আবার কোনও ১২২ কোটি টাকা দাম। বিশ্বের সবচেয়ে দামি এমনই আটটি গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৩
Share:
০১ ০৮

জোন্ডা এইচপি বারশেট্টা: ২০১৮-র ২৩ জুলাই পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ছিল রোলস রয়েসের ‘সোয়েপটেল’।এর দাম প্রায় ৯০ কোটি টাকা। সম্প্রতি সোয়েপটেল-কে পিছনে ফেলে দিয়েছে পাগানি-র জোন্ডা এইচপি বারশেট্টা।এর দাম ১২২ কোটি টাকা।ব্র্যান্ডের প্রতিষ্ঠাতাহোরাশিও পাগানি-র ৬০তম জন্মদিন উপলক্ষে গাড়িটি তৈরি করা হয়।

০২ ০৮

ল্যাম্বরঘিনি ভেনেনো: এটি একটি সুপার স্পোর্টস কার।২০১৩-য় গাড়িটি বাজারে আসে। সর্বোচ্চ গতি ৩৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। গাড়িটির দাম প্রায় ৬৭ কোটি টাকা।

Advertisement
০৩ ০৮

মার্সিডিজ বেঞ্জ মেব্যাক এক্সলেরো:হাই-পারফরম্যান্স স্পোর্টস কার এটি। জার্মান প্রস্তুতকারক সংস্থা মেব্যাক-মোটোরেনবো গাড়িটি তৈরি করে। ২০০৫-এ গাড়িটি বাজারে আসে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। গাড়িটির দাম ৫৬ কোটি টাকা।

০৪ ০৮

কোনিগসেগ ট্রেভিটা: যদি বিরলতম গাড়ির প্রসঙ্গ ওঠে তা হলে সুইডিশ সংস্থা কোনিগসেগের ট্রেভিটার নাম আসবেই। সুইডিশ ভাষায় ট্রেভিটা-র অর্থ হল ‘থ্রি হোয়াইটস’।গাড়িটির বিশেষত্ব হল এর গায়ে সূর্যের আলো পড়লে মনে হবে গাড়িটি হিরেখচিত।দাম প্রায় ৩৪ কোটি।

০৫ ০৮

লাইক্যান হাইপারস্পোর্ট: লেবাননের লিমিটেড প্রোডাকশন স্পোর্টস কার। প্রস্তুতকারক সংস্থা আমিরশাহির ডব্লিউ মোটরস। হলিউড ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ এই মডেল ব্যবহার করা হয়েছিল। এর হেডলাইটে ৪২০টি হিরে রয়েছে। দাম ২৪ কোটি টাকা।

০৬ ০৮

অ্যাস্টন মার্টিন ভালকিরি: এটাকে এ এম-আর বি ০০১ এবং নেবুলা কোড নামে ডাকা হয়। অ্যাস্টন মার্টিনের লিমিটেড প্রোডাকশনের হাইব্রিড ইলেকট্রনিক স্পোর্টস কার। দাম ২৩ কোটি টাকা।

০৭ ০৮

ফেরারি পিনিনফারিনা সের্গিও: এটা ফেরারির একটি কনসেপ্ট কার। ২০১৩-য় জেনিভা মোটর শো-তে এই গাড়ির প্রদর্শন হয়। ২০১৫- থেকে ৬ ইউনিট সের্গিও তৈরি করেছে ফেরারি। দাম ২১ কোটি টাকা।

০৮ ০৮

লেফেরারিএফএক্সএক্স কে: ফেরারির হাই-পারফরম্যান্স লিমিটেড প্রোডাকশন কার। সর্বোচ্চ গতি ৩৪৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। দাম ১৯ কোটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement