environmental

এই সাড়াজাগানো ছবিগুলি কোথায় তোলা হয়েছিল জানেন?

প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে সবচেয়ে বেশিই বোধ হয় ভালবাসেন আলোকচিত্রীরা। ২০১৮ সালে বিভিন্ন আলোকচিত্রীর তোলা বেশ কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবির অ্যালব্যাম দেখে নিন। এই ছবিগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় হয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১৪:০০
Share:
০১ ১১

প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে সবচেয়ে বেশিই বোধ হয় ভালবাসেন আলোকচিত্রীরা। ২০১৮ সালে বিভিন্ন আলোকচিত্রীর তোলা বেশ কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবির অ্যালব্যাম দেখে নিন। এই ছবিগুলি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় হয়েছে।

০২ ১১

এই ছবিটি তোলা হয়েছে নায়াগ্রার হর্স শু ফলসের একটি বরফে মোড়া বাড়ির পাশেই। কানাডার ওন্টারিওতে তোলা এই ছবি।

Advertisement
০৩ ১১

আয়ারল্যান্ডের আটবয়ে টর্চ হাতে নিয়ে ঘন কুয়াশায় হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি, সেই সময়ে তোলা হয় ছবিটি।

০৪ ১১

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পূর্ণিমার রাতে তোলা ছবি।

০৫ ১১

জাপানের হিতাচিনাকায় হিতাচি সি-সাইড পার্কে ফায়ারউডের খেতের পাশে হেঁটে যাচ্ছেন মানুষ।

০৬ ১১

মাল্টার ভালেত্তায় প্রধানমন্ত্রী জোসেফ মাসকাটের অফিসের সামনে তোলা ছবি। প্রচণ্ড ঝড়ে বজ্রপাত হচ্ছিল, তখনই ছবিটি তোলা হয়।

০৭ ১১

ব্রিটেনের স্কটল্যান্ডে গ্যারি নদীর উপরে সেতুতে এক মহিলা দাঁড়িয়ে। এই প্রাকৃতিক দৃশ্যের ছবিটি নিয়েও সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছিল।

০৮ ১১

ফ্রান্সের ভালেনসোলের ল্যাভেন্ডার খেতে এক চিনা পর্যটক দাঁড়িয়ে ছবি তুলছেন। সেই ছবিটিও ক্যামেরাবন্দি করা হয়েছে।

০৯ ১১

সুইৎজারল্যান্ডের ফুরকায় রোন হিমবাহের বরফের গুহার পাশে এক মহিলা দাঁড়িয়েছিলেন। সেই ছবিটি তোলা হয়। ছবিটি দেখে অনেকেই দুধ সাদা কাপড়ে মোড়া তাঁবুর সারি ভেবেছিলেন।

১০ ১১

চিলের পুকন টাউনে ‘দ্য ভিইয়ারিকা’ আগ্নেয়গিরির ছবিটি তোলা হয়েছিল।

১১ ১১

আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে পোহোইকি রোডে কিলাউয়েয়া লাভা থেকে অগ্ন্যুৎপাতের দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement