(বাঁ দিকে) তারেক রহমান। কালো খাঁচার ভিতরে জেবু (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
১৭ বছরের নির্বাসন পর্ব কাটিয়ে স্ত্রী-কন্যাসহ বাংলাদেশে ফিরেছেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান। তারেকের সঙ্গেই ফিরেছে ‘জেবু’ও। বৃহস্পতিবার দুপুরেই ঢাকায় পৌঁছেছে সে। শুধু তা-ই নয়, বিএনপি-র তরফে সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তার আগমনবার্তা!
জেবু— তারেকের পরিবারের আদরের পোষ্য বিড়াল। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বিএনপির তরফে জেবুর ফেরার কথা জানানো হয়েছে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ছবিও। ক্যাপশনে লেখা রয়েছে, ‘দেশে ফিরেছে জেবু’! বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেকদের বিমানটি। তারেকের সঙ্গে একই উড়ানে দেশে ফেরেন স্ত্রী জুবাইদা এবং কন্যা জাইমা। এর পর পরই সুদূর লন্ডন থেকে দেশে ফিরেছে তাঁদের পোষ্য জেবুও।
বিএনপি নেতার সঙ্গে আদরের পোষ্য জেবু। ছবি: সংগৃহীত।
অতীতে পোষ্যর সঙ্গে একাধিক ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন খালেদা-পুত্র। সেই থেকেই চর্চায় এসেছে জেবু। সাইবেরিয়ান প্রজাতির এই বিড়ালের বয়স এখন সাত বছর। উজ্জ্বল হলদেটে কমলা রঙা ঘন লোমে ঢাকা, শান্ত স্বভাবের এই বিড়ালকে এর আগে বিভিন্ন সময়ে নানা ছবি–ভিডিয়োয় তারেকের আশপাশে দেখা গিয়েছে। জেবু আদতে জাইমার পোষ্য হলেও পরিবারের সকলের সঙ্গেই দিব্যি বনিবনা রয়েছে তার। জেবু-প্রসঙ্গে সংবাদমাধ্যম বিবিসি বাংলা-কে এক সাক্ষাৎকারে তারেক বলেছিলেন, ‘‘বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।’’ এ হেন জেবুকে বাংলাদেশে আনার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। রীতিমতো আইনি প্রক্রিয়া মেনে যাবতীয় অনুমোদনপত্র জোগাড় করতে হয়েছে তারেকের পরিবারকে। বানাতে হয়েছে পাসপোর্টও।
১৭ বছর আগে, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তারেক। এত দিন ব্রিটেনেই স্ত্রী-কন্যাকে নিয়ে স্বেচ্ছানির্বাসনে ছিলেন তিনি। বৃহস্পতিবার দেশে ফিরেছে তাঁদের পরিবার। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে সপরিবার তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত খালেদার দল বিএনপি। খালেদা-পুত্রকে গণসংবর্ধনাও দেওয়ার ব্যবস্থা করেছে তারা। নেতার স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে জড়়ো হয়েছেন বিএনপি-র বহু নেতাকর্মী। কর্মসূচি শেষে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে দেখতে যাবেন তারেক।