Advertisement
Durga Puja 2022

পুজোর গাড়ি নজরকাড়া! নতুন ও আকর্ষণীয় ফেসলিফ্ট নিয়ে বাজারে আসছে এম জি হেক্টর

চলুন দেখে নেওয়া যাক কী কী রয়েছে এম জি হেক্টর-এর নতুন মডেলে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৮
Share: Save:
০১ ১০
পুজোয় চাই নতুন গাড়ি? সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে আসতে চলেছে এম জি হেক্টর এর নতুন মডেল। বিশেষ চমক রয়েছে গাড়ির নতুন বৈশিষ্ট্যে। সঙ্গে বদলে যাচ্ছে গাড়ির লুকও। চলুন দেখে নেওয়া যাক, কী কী রয়েছে নতুন মডেলের এম জি হেক্টর-এ।

পুজোয় চাই নতুন গাড়ি? সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে আসতে চলেছে এম জি হেক্টর এর নতুন মডেল। বিশেষ চমক রয়েছে গাড়ির নতুন বৈশিষ্ট্যে। সঙ্গে বদলে যাচ্ছে গাড়ির লুকও। চলুন দেখে নেওয়া যাক, কী কী রয়েছে নতুন মডেলের এম জি হেক্টর-এ।

০২ ১০
এম জি মোটরসের গাড়ি হেক্টর-এর এই নতুন মডেলে ফেসলিফ্টে পরিবর্তন করেছে সংস্থা। সামনে রয়েছে ডায়মন্ড কাট বড় গ্রিল।

এম জি মোটরসের গাড়ি হেক্টর-এর এই নতুন মডেলে ফেসলিফ্টে পরিবর্তন করেছে সংস্থা। সামনে রয়েছে ডায়মন্ড কাট বড় গ্রিল।

০৩ ১০
নতুন গাড়িতে বজায় রাখা হয়েছে আগের ডি আর এল সেট আপ। তবে বড় জাল প্যাটার্ন দিয়ে সামনেটা ঢেকে দেওয়া হয়েছে। এ ছাড়াও উপরে রয়েছে নতুন স্কিডের মতো দেখতে ডি আর এল। এখানেই লাগানো হয়েছে হেডল্যাম্পগুলি।

নতুন গাড়িতে বজায় রাখা হয়েছে আগের ডি আর এল সেট আপ। তবে বড় জাল প্যাটার্ন দিয়ে সামনেটা ঢেকে দেওয়া হয়েছে। এ ছাড়াও উপরে রয়েছে নতুন স্কিডের মতো দেখতে ডি আর এল। এখানেই লাগানো হয়েছে হেডল্যাম্পগুলি।

০৪ ১০
বড় গ্রিলের সঙ্গে এই নতুন হেক্টরে রয়েছে অ্যালয় হুইল। পরিবর্তন এসেছে পিছন দিকের লুকেও।

বড় গ্রিলের সঙ্গে এই নতুন হেক্টরে রয়েছে অ্যালয় হুইল। পরিবর্তন এসেছে পিছন দিকের লুকেও।

০৫ ১০
প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে আরও এক পা এগিয়ে গিয়েছে এম জি মোটরস। নতুন গাড়িতে আপনি পেয়ে যাবেন ১৪ ইঞ্চি পোর্ট্রেট-ভিত্তিক টাচস্ক্রিন।

প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে আরও এক পা এগিয়ে গিয়েছে এম জি মোটরস। নতুন গাড়িতে আপনি পেয়ে যাবেন ১৪ ইঞ্চি পোর্ট্রেট-ভিত্তিক টাচস্ক্রিন।

০৬ ১০
এই গাড়িতে পেট্রোলের জন্য আছে সিভিটি অটোমেটেড অপশন। তবে ডিজেলের ক্ষেত্রে শুধুমাত্র ম্যানুয়াল অপশন পাবেন আপনি।

এই গাড়িতে পেট্রোলের জন্য আছে সিভিটি অটোমেটেড অপশন। তবে ডিজেলের ক্ষেত্রে শুধুমাত্র ম্যানুয়াল অপশন পাবেন আপনি।

০৭ ১০
অ্যাস্টর ও গ্লস্টর মডেলের মতো নতুন হেক্টর মডেলেও থাকছে এডিএএস বৈশিষ্ট্য। এ ছাড়াও এই গাড়িতে থাকছে প্যানোরমিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা এবং আরও অনেক কিছু।

অ্যাস্টর ও গ্লস্টর মডেলের মতো নতুন হেক্টর মডেলেও থাকছে এডিএএস বৈশিষ্ট্য। এ ছাড়াও এই গাড়িতে থাকছে প্যানোরমিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা এবং আরও অনেক কিছু।

০৮ ১০
নতুন হেক্টরের ইঞ্জিনে অবশ্য খুব বেশি পরিবর্তন থাকবে না বলেই মনে করছেন অটো ব্লগাররা। তবে নতুন মডেলে পেট্রোল ও ডিজেলের জন্য একই ইঞ্জিনের সেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

নতুন হেক্টরের ইঞ্জিনে অবশ্য খুব বেশি পরিবর্তন থাকবে না বলেই মনে করছেন অটো ব্লগাররা। তবে নতুন মডেলে পেট্রোল ও ডিজেলের জন্য একই ইঞ্জিনের সেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

০৯ ১০
আপডেটেড ইনফোটেনমেন্ট সিস্টেম থাকতে পারে গাড়িতে। এই মডেলের সামনের সিটে রয়েছে ভেন্টিলেশন, রয়েছে ওয়ারলেস চার্জিং পড, নতুন কি ফোব।

আপডেটেড ইনফোটেনমেন্ট সিস্টেম থাকতে পারে গাড়িতে। এই মডেলের সামনের সিটে রয়েছে ভেন্টিলেশন, রয়েছে ওয়ারলেস চার্জিং পড, নতুন কি ফোব।

১০ ১০
আকর্ষণীয় বৈশিষ্ট্যের সঙ্গে এম জি হেক্টরের নতুন এই মডেল কিন্তু হয়ে উঠতে পারে আপনার স্বপ্নের গাড়ি।

আকর্ষণীয় বৈশিষ্ট্যের সঙ্গে এম জি হেক্টরের নতুন এই মডেল কিন্তু হয়ে উঠতে পারে আপনার স্বপ্নের গাড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE