Advertisement
Presented by
Co powered by
Associate Partners
Durga Puja 2022

দাম পার করেছে তিন লাখ টাকার গণ্ডি! কী আছে নতুন কিওয়ে ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটারে?

হাঙ্গেরির ব্র্যান্ড কিওয়ে নিয়ে এসেছে তাদের নতুন ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ১২:৩১
Share: Save:
০১ ১২
ভারতীয় প্রিমিয়াম স্কুটির বাজারে এসে গিয়েছে নতুন বিদেশি ব্র্যান্ড। হাঙ্গেরির ব্র্যান্ড কিওয়ে নিয়ে এল তাদের নতুন ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার।

ভারতীয় প্রিমিয়াম স্কুটির বাজারে এসে গিয়েছে নতুন বিদেশি ব্র্যান্ড। হাঙ্গেরির ব্র্যান্ড কিওয়ে নিয়ে এল তাদের নতুন ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার।

০২ ১২
কিওয়ে ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। কিওয়ে কোম্পানির এই স্কুটারের দাম লাখ তিনেকের গণ্ডি ছাড়িয়েছে। কিন্তু কী আছে নতুন এই স্কুটারে?

কিওয়ে ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। কিওয়ে কোম্পানির এই স্কুটারের দাম লাখ তিনেকের গণ্ডি ছাড়িয়েছে। কিন্তু কী আছে নতুন এই স্কুটারে?

০৩ ১২
স্কুটারের সামনে এলইডি হেডল্যাম্প। হেডল্যাম্পগুলি উইন্ডস্ক্রিনের সঙ্গে ডিজাইন করা হয়েছে।

স্কুটারের সামনে এলইডি হেডল্যাম্প। হেডল্যাম্পগুলি উইন্ডস্ক্রিনের সঙ্গে ডিজাইন করা হয়েছে।

সর্বশেষ ভিডিয়ো
০৪ ১২
ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার আপনাকে দেবে ৫৫কিমি/লিটার মাইলেজ। এর ফুয়েল ক্যাপাসিটি ১২লিটার।

ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার আপনাকে দেবে ৫৫কিমি/লিটার মাইলেজ। এর ফুয়েল ক্যাপাসিটি ১২লিটার।

০৫ ১২
নতুন এই স্কুটারটিতে চালক ও আরোহীর বসার ব্যবস্থা আরামদায়ক। এ ছাড়াও পাবেন অ্যানালগ ও ডিজিটাল মিশ্রণের ডিসপ্লে। পাবেন পোরশের মতন চাবিহীন ফোব।

নতুন এই স্কুটারটিতে চালক ও আরোহীর বসার ব্যবস্থা আরামদায়ক। এ ছাড়াও পাবেন অ্যানালগ ও ডিজিটাল মিশ্রণের ডিসপ্লে। পাবেন পোরশের মতন চাবিহীন ফোব।

০৬ ১২
বর্তমানে তিনটি রঙে পাওয়া যাচ্ছে কিওয়ে ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার। ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, ও ম্যাট হোয়াইট। সঙ্গে রয়েছে উন্নত মানের সুইচগিয়ার।

বর্তমানে তিনটি রঙে পাওয়া যাচ্ছে কিওয়ে ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার। ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, ও ম্যাট হোয়াইট। সঙ্গে রয়েছে উন্নত মানের সুইচগিয়ার।

০৭ ১২
এই স্কুটারের সামনে ও পিছনে রয়েছে ডিস্ক ব্রেক। রয়েছে টেলিস্কোপ শক, অ্যাবজরভার ও ডুয়েল চ্যানেল এ বি এস। সঙ্গে পাবেন হিটেড গ্রিপ।

এই স্কুটারের সামনে ও পিছনে রয়েছে ডিস্ক ব্রেক। রয়েছে টেলিস্কোপ শক, অ্যাবজরভার ও ডুয়েল চ্যানেল এ বি এস। সঙ্গে পাবেন হিটেড গ্রিপ।

০৮ ১২
কিওয়ে ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটারে রয়েছে ২৭৮সিসি লিকুইড – কুলড ফোর – স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট হল ৬৫০০ আর পি এম –এ ১৮.৭ এইচ পি। এবং ৬০০০ আর পি এম – এ ২২এন এম টর্ক উৎপন্ন করে। ওজনে ভারী হলেও এই স্কুটার দ্রুত পিকআপ নিতে সক্ষম।

কিওয়ে ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটারে রয়েছে ২৭৮সিসি লিকুইড – কুলড ফোর – স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট হল ৬৫০০ আর পি এম –এ ১৮.৭ এইচ পি। এবং ৬০০০ আর পি এম – এ ২২এন এম টর্ক উৎপন্ন করে। ওজনে ভারী হলেও এই স্কুটার দ্রুত পিকআপ নিতে সক্ষম।

০৯ ১২
তবে এই স্কুটারে আসনের নীচে মালপত্র রাখার জায়গা বেশ বড় হলেও বেশি গভীর নয়। তাই এতে বড় কোনও জিনিস না ধরতেও পারে।

তবে এই স্কুটারে আসনের নীচে মালপত্র রাখার জায়গা বেশ বড় হলেও বেশি গভীর নয়। তাই এতে বড় কোনও জিনিস না ধরতেও পারে।

১০ ১২
এই স্কুটারের এক্স শোরুম প্রাইস প্রায় ৩.২০ লক্ষ টাকা। বর্তমানে এর অন রোড মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।

এই স্কুটারের এক্স শোরুম প্রাইস প্রায় ৩.২০ লক্ষ টাকা। বর্তমানে এর অন রোড মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।

১১ ১২
ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার ম্যাট ব্লু-র দাম ২,৯৯,০০০ টাকা। ম্যাট ব্ল্যাক-এর দাম ৩.১০,০০০ টাকা।

ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার ম্যাট ব্লু-র দাম ২,৯৯,০০০ টাকা। ম্যাট ব্ল্যাক-এর দাম ৩.১০,০০০ টাকা।

১২ ১২
সবচেয়ে দামি মডেলটি হল ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার ম্যাট হোয়াইট। দাম ৩,২০,০০০ টাকা।

সবচেয়ে দামি মডেলটি হল ভিয়েস্তা ৩০০ ম্যাক্সি প্রিমিয়াম স্কুটার ম্যাট হোয়াইট। দাম ৩,২০,০০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.