Advertisement
Durga Puja 2022

বাইকেই রয়েছে গাড়ির মতো সুবিধা! আবার দামও ছাড়িয়েছে ১০ লাখের গণ্ডি! কী আছে এই বাইকে?

ট্রায়াম্ফ আনতে চলেছে তাদের নতুন প্রিমিয়াম বাইক, বনভিল ববার।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৫:১০
Share: Save:
০১ ১০
ট্রায়াম্ফ আনতে চলেছে তাদের নতুন প্রিমিয়াম বাইক, বনভিল ববার। মূলত তরুণ প্রজন্ম ও বাইকপ্রেমীদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই বাইক।

ট্রায়াম্ফ আনতে চলেছে তাদের নতুন প্রিমিয়াম বাইক, বনভিল ববার। মূলত তরুণ প্রজন্ম ও বাইকপ্রেমীদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই বাইক।

০২ ১০
বাইকের এক্স শোরুম দাম ১২.০৫ লক্ষ টাকা। এটি ট্রায়াম্ফের স্পিডমাস্টারের সিঙ্গল-স্যাডল মডেল।

বাইকের এক্স শোরুম দাম ১২.০৫ লক্ষ টাকা। এটি ট্রায়াম্ফের স্পিডমাস্টারের সিঙ্গল-স্যাডল মডেল।

০৩ ১০
এই বাইকে আপনি পাবেন গাড়ির মতো ইঞ্জিন। এতে আছে ১২০০ সিসির প্যারালাল টুইন ও লিকুইড কুলড ইঞ্জিন। রয়েছে ৬ টি স্পিড গিয়ার বক্স ও টর্ক অ্যাসিস্ট ক্লাচ। এই ইঞ্জিন আপনাকে দিতে পারে সর্বোচ্চ ৪০০০ আরপিএম এ ১০৬ নিউটন মিটারের টর্ক।

এই বাইকে আপনি পাবেন গাড়ির মতো ইঞ্জিন। এতে আছে ১২০০ সিসির প্যারালাল টুইন ও লিকুইড কুলড ইঞ্জিন। রয়েছে ৬ টি স্পিড গিয়ার বক্স ও টর্ক অ্যাসিস্ট ক্লাচ। এই ইঞ্জিন আপনাকে দিতে পারে সর্বোচ্চ ৪০০০ আরপিএম এ ১০৬ নিউটন মিটারের টর্ক।

০৪ ১০
স্টাইলের সঙ্গে সঙ্গে নিরাপত্তার দিকটিও কিন্তু বেশ ভাল ভাবেই নজরে রেখেছে সংস্থা। বনভিল ববারে সামনে রয়েছে ব্রেম্বো ক্যালিপার, ৪৭ এমএম ফ্রন্ট ফর্ক ও পিছনে রয়েছে একটি মনোশক।

স্টাইলের সঙ্গে সঙ্গে নিরাপত্তার দিকটিও কিন্তু বেশ ভাল ভাবেই নজরে রেখেছে সংস্থা। বনভিল ববারে সামনে রয়েছে ব্রেম্বো ক্যালিপার, ৪৭ এমএম ফ্রন্ট ফর্ক ও পিছনে রয়েছে একটি মনোশক।

০৫ ১০
এ ছাড়া, সামনে ও পিছনের চাকায় দেওয়া রয়েছে ডিস্ক ব্রেক। সাসপেনশন ডিউটির জন্য আছে ৪৭ এমএম কার্টিজ টাইপ টেলিস্কোপিক ফর্ক-সহ ১৬ ইঞ্চির চাকা।

এ ছাড়া, সামনে ও পিছনের চাকায় দেওয়া রয়েছে ডিস্ক ব্রেক। সাসপেনশন ডিউটির জন্য আছে ৪৭ এমএম কার্টিজ টাইপ টেলিস্কোপিক ফর্ক-সহ ১৬ ইঞ্চির চাকা।

০৬ ১০
এ ছাড়াও এই বাইকে রয়েছে অ্যাডজাস্টেবেল ফ্লোটিং সিট। দুই ধরনের রাইডিং মোড- রেন ও রোড। সঙ্গে পাবেন এলইডি টেল লাইট।

এ ছাড়াও এই বাইকে রয়েছে অ্যাডজাস্টেবেল ফ্লোটিং সিট। দুই ধরনের রাইডিং মোড- রেন ও রোড। সঙ্গে পাবেন এলইডি টেল লাইট।

০৭ ১০
বাইকটির দৈর্ঘ্য ১০২৪ – ১০৫৫ মিমি এবং প্রস্থ ৮০০ মিমি। রয়েছে ১২লিটারের ফুয়েল ট্যাঙ্ক।

বাইকটির দৈর্ঘ্য ১০২৪ – ১০৫৫ মিমি এবং প্রস্থ ৮০০ মিমি। রয়েছে ১২লিটারের ফুয়েল ট্যাঙ্ক।

০৮ ১০
ট্রায়াম্ফ আপাতত এই বাইকের পাঁচটি রং আনতে চলেছে বাজারে। যার মধ্যে জেট ব্ল্যাক রঙের বাইকটির দাম সবচেয়ে কম- ১২.০৫ লক্ষ টাকা।

ট্রায়াম্ফ আপাতত এই বাইকের পাঁচটি রং আনতে চলেছে বাজারে। যার মধ্যে জেট ব্ল্যাক রঙের বাইকটির দাম সবচেয়ে কম- ১২.০৫ লক্ষ টাকা।

০৯ ১০
কর্ডোভান রেড ও রেড হপার রঙের মডেলের দাম ১২.১৮ লক্ষ টাকা৷ ম্যাট আয়রন স্টোন ও স্কিম ম্যাট স্টর্ম গ্রে শেডের মডেলের দাম আরও বেশি। ১২.৩৫ লক্ষ টাকা।

কর্ডোভান রেড ও রেড হপার রঙের মডেলের দাম ১২.১৮ লক্ষ টাকা৷ ম্যাট আয়রন স্টোন ও স্কিম ম্যাট স্টর্ম গ্রে শেডের মডেলের দাম আরও বেশি। ১২.৩৫ লক্ষ টাকা।

১০ ১০
আপনিও যদি হন বাইকপ্রেমী হন, তবে এই সুপার বাইক কিন্তু আপনার নজর কাড়বেই!

আপনিও যদি হন বাইকপ্রেমী হন, তবে এই সুপার বাইক কিন্তু আপনার নজর কাড়বেই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.