জৌলুস ও চাকচিক্যে মোড়া মণ্ডপের দুর্গার আরাধনা তো হামেশাই চলছে। কিন্তু প্রতিনিয়ত যে সমস্ত মহিলারা দক্ষতার সঙ্গে ঘর ও বাইরে সামলে চলেছেন, তাঁরাও কি ‘দুর্গা’র থেকে কম কিছু?
সামনেই তো পুজো। শহর জুড়ে জনতার ঢল নামতে আর বেশি দেরি নেই। কিন্তু এই ভিড়ের মধ্যেও শুধু সাধারণ মানুষের রক্ষার স্বার্থে, নিজেদের উর্দির সম্মান রাখতে যাঁরা নিরলস পরিশ্রম করেন, এ বার তাঁদেরকেই সম্মান জানাল ‘নাইটস্ ইন খাকি’।
বিধাননগর পুলিশ কমিশনারেটের পদে থাকা ১১ জন মহিলা অফিসারদের সম্মানিত করা হল বিশেষ পুরস্কারে। যদিও এই প্রথম নয়, চলতি বছর সপ্তম বর্ষে পদার্পণ করল এই উদ্যোগ।
সমাজের ক্ষেত্রে মহিলা পুলিশ অফিসারদের দায়বদ্ধতা এবং তাঁদের সারা জীবনের অর্জিত নাম-যশ বলছে, এই সম্মান যেন তাঁদেরই প্রাপ্য। পুরস্কার পেলেন এয়ারপোর্ট ডিএসপি ঐশ্বর্য সাগর, জেটি পুলিশ কমিশনার বদনা বরুণ চন্দ্র-সহ অনেকে।
এ দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর সিটি পুলিশের কমিশনার তথা আইপিএস মুকেশ। তাঁকে সম্মান জানাতে মঞ্চে আসেন শ্রী অনিল ভুতোরিয়া, ক্যালকাটা পার্ক স্ট্রিট রাউন্ড টেবিলের চেয়ারম্যান অক্ষত হরললকা এবং চেয়ার পার্সন অদিতি হরললকা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।