এ বছরের মতো শেষ হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত কয়েক দিন ধরে যে উন্মাদনা, আনন্দ আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাক্ষী ছিল তিলোত্তমা কলকাতা-সহ গোটা বাংলা, তা এখন স্মৃতি (যদিও বহু জায়গাতেই এখনও প্রতিমা বিসর্জন হয়নি)। বিজয়া দশমীর সিঁদুর খেলার শেষে দেবী দুর্গা ফিরে গিয়েছেন কৈলাসে। বিষাদের সুর বাজলেও, মন শক্ত করে বাঙালি এখন থেকেই শুরু করেছে আগামী বছরের দিন গোনা! ক্যালেন্ডারের হিসাবে, আজ ২ অক্টোবর, ২০২৫ থেকে ধরলে আগামী বছর উমা মণ্ডপে আসবেন আর মাত্র ৩৮০ দিন পরে!
কবে শুরু হচ্ছে ২০২৬-এর উৎসব?
পঞ্জিকা মতে, আগামী বছর ২০২৬ সালে দুর্গাপুজো শুরু হতে চলেছে অক্টোবর মাসের প্রায় মাঝামাঝি সময় থেকে। আগামী বছর মহালয়া পড়েছে ১০ অক্টোবর। ষষ্ঠী থেকে দশমীর বিধি পালিত হবে ১৭ থেকে ২১ অক্টোবরের মধ্যে (যদিও মতান্তরে দিনক্ষণে কিছু পরিবর্তন হতে পারে)।
আর কত দিনের অপেক্ষা?
২ অক্টোবর, ২০২৫ তারিখের হিসাব অনুযায়ী, দেবী দুর্গা আবার মণ্ডপে আসবেন ২০২৬ সালের ১৭ অক্টোবর, ষষ্ঠীর দিন। মাঝে সময়ের ব্যবধান ৩৮০ দিন।
পুজোর পরপরই এই দীর্ঘ প্রতীক্ষা বাঙালির কাছে চিরন্তন। এক দিকে যেমন বিজয়ার মিষ্টিমুখ, প্রণাম ও শুভেচ্ছা বিনিময় শুরু হয়, তেমনই অন্য দিকে শুরু হয়ে যায় বছরভরের অপেক্ষা।
এখন থেকেই শুরু প্রস্তুতি:
এই দীর্ঘ অপেক্ষার মধ্যেও থেমে থাকবে না উৎসবের প্রস্তুতি। দুর্গাপুজো শেষ হওয়া মানেই পুজো কমিটিগুলির কাছে পরবর্তী বছরের থিম নির্বাচন ও বাজেট তৈরির কাজ শুরু হয়ে যাওয়া। শহর ও জেলার বারোয়ারি মণ্ডপগুলিতে আগামী বছরের জন্য নতুন ভাবনাচিন্তা শুরু হবে। বনেদি বাড়িগুলিতেও শুরু হবে আগামী বছর পুজোর রীতিনীতি পালনের প্রস্তুতি।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।