Advertisement
Durga Puja Men's Fashion

এই পুজোয় শুধু রোদচশমা পরে হয়ে যান শাহরুখ, সলমন, হৃতিক!

আজকাল অনেক পুরনো কায়দা বা সাজের কেতা নতুন করে ফিরে আসছে তারকাদের কেতায়!

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ১৪:২৮
Share: Save:
০১ ১০
সেই কোন দেবানন্দ, রাজেশ খন্না এঁদের আমল থেকে ভারতীয় পুরুষদের সাজগোজের ক্ষেত্রে বিশাল প্রভাব পড়ে নামজাদা তারকাদের। আজকাল আবার অনেক পুরনো কায়দা বা সাজের কেতা নতুন করে ফিরে ফিরে আসছে!

সেই কোন দেবানন্দ, রাজেশ খন্না এঁদের আমল থেকে ভারতীয় পুরুষদের সাজগোজের ক্ষেত্রে বিশাল প্রভাব পড়ে নামজাদা তারকাদের। আজকাল আবার অনেক পুরনো কায়দা বা সাজের কেতা নতুন করে ফিরে ফিরে আসছে!

০২ ১০
পর্দায় দেখা সুদর্শন অভিনেতা যখন তাঁর রোদচশমা দিয়ে নিমেশে লাখো তরুণীর মনে ঝড় তোলেন, তখন সকল যুবকেরই মনে সাধ জাগে তেমন কেতা নিজের করে নিতে।

পর্দায় দেখা সুদর্শন অভিনেতা যখন তাঁর রোদচশমা দিয়ে নিমেশে লাখো তরুণীর মনে ঝড় তোলেন, তখন সকল যুবকেরই মনে সাধ জাগে তেমন কেতা নিজের করে নিতে।

০৩ ১০
রোদচশমার নানা বাহার সাজকে আরও খোলতাই করে তুলতে পারে।

রোদচশমার নানা বাহার সাজকে আরও খোলতাই করে তুলতে পারে।

০৪ ১০
 শাহরুখ খান থেকে সলমন খান,  তারকা মানেই তাঁদের নানা লুক বিখ্যাত। তেমনই কিছু বাছা বাছা রোদচশমার ধরনে এই পুজোর সময়ে আপনি পেয়ে যাবেন এই রকম ঝাঁ চকচকে সাজ।

শাহরুখ খান থেকে সলমন খান, তারকা মানেই তাঁদের নানা লুক বিখ্যাত। তেমনই কিছু বাছা বাছা রোদচশমার ধরনে এই পুজোর সময়ে আপনি পেয়ে যাবেন এই রকম ঝাঁ চকচকে সাজ।

০৫ ১০
সলমন খানের ‘দাবাং’ রোদচশমা: সলমন খানের কেতা নিয়ে তো নতুন কোনও কথা একেবারেই না। তার ওপর যদি হয় ‘দাবাং’ ছবির চুলবুল পান্ডের কেতা, তা হলেই তো কথাই নেই। শার্টের কলারের পিছনে অ্যাভিয়েটর রেখে এমন হাল ফ্যাশনের সাজ আপনিও করে দেখুন এই বছর।

সলমন খানের ‘দাবাং’ রোদচশমা: সলমন খানের কেতা নিয়ে তো নতুন কোনও কথা একেবারেই না। তার ওপর যদি হয় ‘দাবাং’ ছবির চুলবুল পান্ডের কেতা, তা হলেই তো কথাই নেই। শার্টের কলারের পিছনে অ্যাভিয়েটর রেখে এমন হাল ফ্যাশনের সাজ আপনিও করে দেখুন এই বছর।

০৬ ১০
ভিকি কৌশলের ‘মনমর্জিয়া’ রিফ্লেক্টরস: অভিনেতা ভিকি কৌশল নিজের সুবোধ বালকসুলভ পরিচিতি ত্যাগ করে একেবারে অন্য রকম রকবাজ ছেলেদের মতো রূপ নিয়েছিলেন ‘মনমর্জিয়া’ ছবিতে। সেই রকম তাক লাগানো রিফ্লেক্টরস রোদচশমা কিনে নিন এই বারের পুজোর জন্য।

ভিকি কৌশলের ‘মনমর্জিয়া’ রিফ্লেক্টরস: অভিনেতা ভিকি কৌশল নিজের সুবোধ বালকসুলভ পরিচিতি ত্যাগ করে একেবারে অন্য রকম রকবাজ ছেলেদের মতো রূপ নিয়েছিলেন ‘মনমর্জিয়া’ ছবিতে। সেই রকম তাক লাগানো রিফ্লেক্টরস রোদচশমা কিনে নিন এই বারের পুজোর জন্য।

০৭ ১০
শাহরুখ খানের ‘ডিডিএলজে’ গোল রোদচশমা: চামড়ার জ্যাকেটের সঙ্গে সোনালি ফ্রেমের কালো গোল রোদচশমা,  হালকা টোল ফেলা হাসি আর মন আনচান করা চাহনি, ব্যস তাতেই মাত দেশসুদ্ধ তরুণী। এতক্ষণে বুঝতেই পারছেন শাহরুখ খানের কথাই হচ্ছে। এই রোদচশমাতেই আপনিও পুজোয় পেয়ে যেতে পারেন আপনার ‘সিমরন’কে!

শাহরুখ খানের ‘ডিডিএলজে’ গোল রোদচশমা: চামড়ার জ্যাকেটের সঙ্গে সোনালি ফ্রেমের কালো গোল রোদচশমা, হালকা টোল ফেলা হাসি আর মন আনচান করা চাহনি, ব্যস তাতেই মাত দেশসুদ্ধ তরুণী। এতক্ষণে বুঝতেই পারছেন শাহরুখ খানের কথাই হচ্ছে। এই রোদচশমাতেই আপনিও পুজোয় পেয়ে যেতে পারেন আপনার ‘সিমরন’কে!

০৮ ১০
শাহরুখ খানের ‘ডন’ কালো চৌকো স্পোর্টি রোদচশমা: ২০০০ সালের প্রথম দিক! তখন ‘ডন’ ছবির দৌলতে তখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে,  প্রেমিক তারকা ছেড়ে সদ্য অ্যাকশন ছবিতে পা দিয়েই তুমুল সাড়া ফেলেছেন তিনি,  সেই রকম ভিন্টেজ ধাঁচের রোদচশমা এখন ফ্যাশনে আবার ফিরে আসছে।

শাহরুখ খানের ‘ডন’ কালো চৌকো স্পোর্টি রোদচশমা: ২০০০ সালের প্রথম দিক! তখন ‘ডন’ ছবির দৌলতে তখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, প্রেমিক তারকা ছেড়ে সদ্য অ্যাকশন ছবিতে পা দিয়েই তুমুল সাড়া ফেলেছেন তিনি, সেই রকম ভিন্টেজ ধাঁচের রোদচশমা এখন ফ্যাশনে আবার ফিরে আসছে।

০৯ ১০
হৃতিক রোশনের মতো ‘কহো না প্যায়ার হ্যায়’ ম্যাট্রিক্স রোদচশমা:  আজও হৃতিক রোশনের কেতার খোঁজ খবর রাখে না এমন যুবক এদেশে কমই রয়েছে। ‘গ্রিক দেবতা’-এর শিরোপা পাওয়া এই অভিনেতার ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির রোদচশমা বিশেষ ভাবে বিখ্যাত ছিল। ইদানীং ২০০০ সালের শুরুর দিকের নানা সাজ ফিরে ফিরে আসছে ফ্যাশন জগতে।

হৃতিক রোশনের মতো ‘কহো না প্যায়ার হ্যায়’ ম্যাট্রিক্স রোদচশমা: আজও হৃতিক রোশনের কেতার খোঁজ খবর রাখে না এমন যুবক এদেশে কমই রয়েছে। ‘গ্রিক দেবতা’-এর শিরোপা পাওয়া এই অভিনেতার ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির রোদচশমা বিশেষ ভাবে বিখ্যাত ছিল। ইদানীং ২০০০ সালের শুরুর দিকের নানা সাজ ফিরে ফিরে আসছে ফ্যাশন জগতে।

১০ ১০
তা হলে আপনিও বা এই হাল ফ্যাশনের ট্রেন্ড থেকে পিছিয়ে থাকবেন কেন!এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

তা হলে আপনিও বা এই হাল ফ্যাশনের ট্রেন্ড থেকে পিছিয়ে থাকবেন কেন!এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE