Bazaar Kolkata Offers Festive Outfits Starting at Just rs 99 dgtl
Baazar Kolkata Pujo Collection
মাত্র ৯৯ টাকা থেকে শুরু পুজোর সাজ! শার্ট থেকে কুর্তি, কী কী পাবেন ‘বাজার কলকাতা’-য়?
এখনও পুজোর কেনাকাটা হয়নি? কোনও চিন্তা নেই, পুজোয় এ বার সস্তায়, সুন্দর জামা নিজের আলমারিতে রাখতে চাইলে আপনার গন্তব্য কিন্তু ‘বাজার কলকাতা’ হতেই পারে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
পুজো দরজায় প্রায় কড়া নাড়ছে। চারিদিকে যেন সাজ সাজ রব পড়ে গিয়েছে। পুজো মণ্ডপ থেকে পথ-ঘাট সব সেজে উঠছে। শারদ আনন্দে ভাসার জন্য প্রস্তুত হচ্ছে বাঙালি। কিন্তু এ কী! পুজোর মাত্র ক’দিন বাকি, তাও এখনও আপনার কেনাকাটা হয়নি? কোনও ব্যাপার নয়, হাতে এখনও দু’টো শনি, রবি আছে তো। তারই এক দিন সস্তায়, দুর্দান্ত সমস্ত পুজোর সাজ কেনার জন্য আপনার গন্তব্য কিন্তু হতেই পারে ‘বাজার কলকাতা’।
০২১১
পুজোর ফ্যাশন মানেই যেন ‘বাজার কলকাতা’! শহরের ঐতিহ্য থেকে পুজোর আমেজের ছোঁয়া সবই পাবেন এখানকার পোশাকে।
০৩১১
পুজোর সাজ ‘বাজার কলকাতা’য় শুরু হচ্ছে মাত্র ৯৯ টাকায়। হ্যাঁ, একদমই তাই। শিশুদের পোশাকের দাম শুরু হচ্ছে ১৯৯ টাকা থেকে।
০৪১১
প্রতিটি পোশাকই যেমন দেখতে দুর্দান্ত, তেমনই স্টাইলিশ, যা পুজোর দিনগুলিতে আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে।
০৫১১
ফলে আর চিন্তা কী? আপনার পুজোর আনন্দ উদ্যাপনে সঙ্গী থাকুক এই পোশাকের ব্র্যান্ড। যেমন স্বস্তিদায়ক, তেমনই স্টাইলিশ।
০৬১১
ষষ্ঠীর দিন পরতে পারেন হলুদ রঙের এমন একটা কুর্তি, সঙ্গে ঘিয়ে বা কালো রঙের প্যান্ট। কালো পরুন হালকা ঝুমকো। হালকা মেকআপেই হয়ে উঠবেন অনন্যা। স্নিগ্ধ লুকে আপনার এই সাজ নজর কাড়বেই।
০৭১১
সপ্তমীর জন্য বেছে নিতে পারেন ‘ডেনিম লুক’। সঙ্গে মানানসই রোদ চশমা, কানের দুল আর ঘড়িতে সাজ সম্পূর্ণ করুন। পায়ে থাকুক মানানসই জুতো।
০৮১১
অষ্টমীতে তো সব থেকে সুন্দর লুক চাই-ই চাই। এ দিনের জন্য এমন একটা লেহেঙ্গা বা চুড়িদার বেছে নিতেই পারেন মহিলারা। পুরুষরা কুর্তা বা পাঞ্জাবির সঙ্গে এমন জহর কোট আর পায়জামা পরলে অঞ্জলি হোক বা আড্ডা সবেতেই নজর কাড়বেন।
০৯১১
নবমীর সাজের জন্য মহিলারা এমন একটি নীল রঙের চুড়িদার বা ড্রেস বেছে নিতেই পারেন। সঙ্গে কানে পরে নেবেন চাঁদবালি। চুলকে মনের মতো স্টাইল করে নিলেই আপনি হয়ে উঠবেন অনন্যা।
১০১১
দশমীর দিন কেবল মহিলারা কেন, পুরুষরাও সেজে উঠুন সাবেকি সাজে। পরতে পারেন এমন একটি হলুদ রঙের কুর্তা বা পাঞ্জাবি। সঙ্গে পরুন সাদা রঙের পায়জামা। সিঁদুর খেলার পর কেউ গালে একটু সিঁদুর ছুঁইয়ে দিলেই… ব্যস, কেল্লাফতে! পুজোর এই পাঁচ দিনের সাজের জন্য কুর্তা হোক শার্ট, শাড়ি হোক বা কুর্তি, সব ধরনের গ্ল্যামারাস পোশাকের সম্ভার পেয়ে যাবেন ‘বাজার কলকাতা’য়, তাও আবার সাধ্যের মধ্যেই। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)