Advertisement
Sritama's Lakshmi look

শাঁখা, সিঁদুর, সোনার গয়না, খোলা পিঠে এলো চুল– শ্রীতমা'র লক্ষ্মী রূপ দেখে চোখ ফেরানো দায়!

মেয়ে তো ঘরের লক্ষ্মী। তবে মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা বটে! লক্ষ্মী পুজোর আগে মায়ের সনাতনী রূপে, গা ভর্তি গয়না আর গরদ শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী শ্রীতমা দে। আনন্দবাজার ডিজিটালে এক্সক্লুসিভ!

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৫:২০
Share: Save:
০১ ০৯
সাদা-লাল রঙের গরদ। শ্রীতমা দে-র শাড়ির সোনালি পাড়ে জমে এক চিলতে উৎসব। খোলা পিঠে মিশেছে তারই রেশ।

সাদা-লাল রঙের গরদ। শ্রীতমা দে-র শাড়ির সোনালি পাড়ে জমে এক চিলতে উৎসব। খোলা পিঠে মিশেছে তারই রেশ।

০২ ০৯
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব তাই বছর জুড়েই। বিসর্জনের সুর কাটতে না কাটতেই কোজাগরীতে ঘর আলো করে আসেন মা লক্ষ্মী।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব তাই বছর জুড়েই। বিসর্জনের সুর কাটতে না কাটতেই কোজাগরীতে ঘর আলো করে আসেন মা লক্ষ্মী।

০৩ ০৯
বাঙালি মননে, মেয়ে মানেই সে মা লক্ষ্মী কিংবা মা দুর্গা। অভিনেত্রী শ্রীতমা অবশ্য এই দুই দেবীরই ছায়া খুঁজে পেয়েছেন নিজের মায়ের মধ্যে। তাই চেষ্টা করেন মায়ের মতোই হতে।

বাঙালি মননে, মেয়ে মানেই সে মা লক্ষ্মী কিংবা মা দুর্গা। অভিনেত্রী শ্রীতমা অবশ্য এই দুই দেবীরই ছায়া খুঁজে পেয়েছেন নিজের মায়ের মধ্যে। তাই চেষ্টা করেন মায়ের মতোই হতে।

০৪ ০৯
সাদা লাল গরদ, গা ভর্তি সোনার গয়নায় শ্রীতমা সত্যিই লক্ষ্মীটি যেন!

সাদা লাল গরদ, গা ভর্তি সোনার গয়নায় শ্রীতমা সত্যিই লক্ষ্মীটি যেন!

০৫ ০৯
অভিনেত্রী ব্যক্তি জীবনেও খুব চঞ্চল। যাকে বলে হাতে পায়ে লক্ষ্মী! জানালেন তিনি নিজেই!

অভিনেত্রী ব্যক্তি জীবনেও খুব চঞ্চল। যাকে বলে হাতে পায়ে লক্ষ্মী! জানালেন তিনি নিজেই!

০৬ ০৯
তবে সমালোচনার প্রতিবাদে তিনি লক্ষ্মীমন্ত স্বভাবের। শ্রীতমা মনে করেন, দিনের শেষে তাঁর কাজই কথা বলবে তাঁর হয়ে।

তবে সমালোচনার প্রতিবাদে তিনি লক্ষ্মীমন্ত স্বভাবের। শ্রীতমা মনে করেন, দিনের শেষে তাঁর কাজই কথা বলবে তাঁর হয়ে।

০৭ ০৯
পিঠ খোলা সাজেই শুধু নয়, জিন্স পরলেও তাঁর আচরণ লক্ষ্মী ঠাকুরের মতো থাকবে। এমনটাই দাবি অভিনেত্রীর। পোশাক নিয়ে মেয়েদের আজও অনেক সমালোচনা শুনতে হয়। সমাজের এই ভাবনা বদলানো জরুরি বলেই মনে করেন শ্রীতমা।

পিঠ খোলা সাজেই শুধু নয়, জিন্স পরলেও তাঁর আচরণ লক্ষ্মী ঠাকুরের মতো থাকবে। এমনটাই দাবি অভিনেত্রীর। পোশাক নিয়ে মেয়েদের আজও অনেক সমালোচনা শুনতে হয়। সমাজের এই ভাবনা বদলানো জরুরি বলেই মনে করেন শ্রীতমা।

০৮ ০৯
জন্ম মুর্শিদাবাদে হলেও, বাবার বদলি চাকরির সুবাদে থেকেছেন ঝাড়গ্রাম, খড়গপুরেও। উচ্চমাধ্যমিকের পরে কলকাতায় এসে পড়াশোনা করেছেন ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে। অভিনয়কে পেশা করে নেওয়ার জন্যেও অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। সব পরিস্থিতি তিনি সামলেছেন লক্ষ্মী ভাবেই।

জন্ম মুর্শিদাবাদে হলেও, বাবার বদলি চাকরির সুবাদে থেকেছেন ঝাড়গ্রাম, খড়গপুরেও। উচ্চমাধ্যমিকের পরে কলকাতায় এসে পড়াশোনা করেছেন ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে। অভিনয়কে পেশা করে নেওয়ার জন্যেও অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। সব পরিস্থিতি তিনি সামলেছেন লক্ষ্মী ভাবেই।

০৯ ০৯
মা লক্ষ্মীর কাছে শ্রীতমার প্রার্থনা একটাই, যাতে সব প্রতিকূলতার মধ্যেও শিরদাঁড়া সোজা থাকে। সৎ পথেই যেন তিনি ভরে রাখতে পারেন তাঁর লক্ষ্মীর ঝাঁপি।

মা লক্ষ্মীর কাছে শ্রীতমার প্রার্থনা একটাই, যাতে সব প্রতিকূলতার মধ্যেও শিরদাঁড়া সোজা থাকে। সৎ পথেই যেন তিনি ভরে রাখতে পারেন তাঁর লক্ষ্মীর ঝাঁপি।

মডেল– শ্রীতমা দে, স্টাইলিস্ট– রুদ্র সাহা, অঙ্গনা ঘোষ, শাড়ি– পরমা, গয়না– অঞ্জলি জুয়েলার্স, রূপটান– আয়েষা ইমরান, ছবি– শুভজিৎ দত্ত, স্থান– সরকার বাড়ি, হেদুয়া পার্ক, উত্তর কলকাতা, ভাবনা ও পরিকল্পনা– অঙ্গনা ঘোষ , এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.