Fashion

শারদ সাজে সঙ্গী হোক রাজনন্দিনীদের আভিজাত্য

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৯
Share: Save:
০১ ১০
যুগে যুগে ফ্যাশন ক্ষেত্রে বিভিন্ন পট পরিবর্তন ঘটলেও শাড়ির চাহিদা আজও গগনচুম্বী। ‘শাটী’ শব্দের পরিধেয় অর্থ বস্ত্র। আর সেখান থেকেই শাড়ি শব্দটির উৎপত্তি। ভারতবর্ষে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। আর এই সুবিশাল শাড়ি সম্ভারের মধ্যে মধ্যপ্রদেশের শাড়ি নিঃসন্দেহে এক অনন্য আভিজাত্যের প্রতীক।

যুগে যুগে ফ্যাশন ক্ষেত্রে বিভিন্ন পট পরিবর্তন ঘটলেও শাড়ির চাহিদা আজও গগনচুম্বী। ‘শাটী’ শব্দের পরিধেয় অর্থ বস্ত্র। আর সেখান থেকেই শাড়ি শব্দটির উৎপত্তি। ভারতবর্ষে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। আর এই সুবিশাল শাড়ি সম্ভারের মধ্যে মধ্যপ্রদেশের শাড়ি নিঃসন্দেহে এক অনন্য আভিজাত্যের প্রতীক।

০২ ১০
১৯৮৬ থেকে বাঙালিকে নান্দনিক ভাবে সাজাতে কলকাতার দক্ষিণাপন থেকে যাত্রা শুরু হয় মধ্যপ্রদেশ সরকার কর্তৃক পরিচালিত মৃগনয়নী এম্পোরিয়ামের। মৃগনয়নীর একমাত্র লক্ষ্য হল মধ্যপ্রদেশের বিভিন্ন স্থান থেকে তাঁতি ও কারিগরদের অপূর্ব শৈল্পিক দক্ষতায় সৃষ্টি করা নানাবিধ পরিধেয় বস্ত্র, হস্তশিল্প ও বিবিধ উপকরণের প্রদর্শন করা।

১৯৮৬ থেকে বাঙালিকে নান্দনিক ভাবে সাজাতে কলকাতার দক্ষিণাপন থেকে যাত্রা শুরু হয় মধ্যপ্রদেশ সরকার কর্তৃক পরিচালিত মৃগনয়নী এম্পোরিয়ামের। মৃগনয়নীর একমাত্র লক্ষ্য হল মধ্যপ্রদেশের বিভিন্ন স্থান থেকে তাঁতি ও কারিগরদের অপূর্ব শৈল্পিক দক্ষতায় সৃষ্টি করা নানাবিধ পরিধেয় বস্ত্র, হস্তশিল্প ও বিবিধ উপকরণের প্রদর্শন করা।

০৩ ১০
চান্দেরী শাড়ি:

চান্দেরী শাড়ি:

মধ্যপ্রদেশের বিপুল শাড়ি সম্ভারের মধ্যে প্রথমেই মনে আসে চান্দেরী শাড়ি। মুঘল সম্রাজ্ঞী ও রাজপুত নারীদের অন্যতম পছন্দের এই শাড়ি মৃগনয়নীর সম্ভারের এক উজ্জ্বল সম্পদ। বাজার চলতি চান্দেরী শাড়ির থেকে সম্পূর্ণ আলাদা মধ্যপ্রদেশে সরকারের অন্তর্গত ঢাকুরিয়া দক্ষিণাপণের এই শাড়ি। এবং প্রত্যেকটি শাড়ির দাম ৩,২০০ টাকা থেকে ১৮,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।

০৪ ১০
মাহেশ্বরী শাড়ি:

মাহেশ্বরী শাড়ি:

মধ্যপ্রদেশের নর্মদা নদী তীরে অবস্থিত ‘মাহেশ্বর’ অঞ্চলই হল মাহেশ্বরী শাড়ির জন্মভূমি। মারাঠা রাজমাতাদের পরিধেয় এই বস্ত্র আপনার ওয়ারড্রোবে শোভা পাবে মৃগনয়নীর হাত ধরে। এ শাড়ির পাড়ে, মোটিফে, সোনালি জরির নিপুণ কারুকাজে রয়েছে রাজকীয়তা ও নির্মাণশৈলীর এক অপূর্ব মেলবন্ধন। প্রত্যেকটি শাড়ির দাম ২,০০০ টাকা থেকে ৮,০০০ টাকার মধ্যে।

০৫ ১০
কোষা শাড়ি:

কোষা শাড়ি:

মৃগনয়নীর আর এক উল্লেখযোগ্য শাড়ি হল কোষা সিল্ক শাড়ি। এই শাড়ির নরম টেক্সচার এবং বিশুদ্ধতার মান আক্ষরিক অর্থে বজায় রেখেছে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক পরিচালিত মৃগনয়নী। প্রত্যেকটি শাড়ির দাম ৪,৫০০ টাকা থেকে ২৫,০০০ হাজার টাকার মধ্যে।

০৬ ১০
বাগ প্রিন্ট:

বাগ প্রিন্ট:

মৃগনয়নীর হস্তশিল্প ভান্ডারের আর এক উৎকৃষ্ট নিদর্শন হল বাগ প্রিন্ট। এটি বিভিন্ন প্রাকৃতিক রংকে একত্রিত করে কাঠের ব্লকের মাধ্যমে এই প্রিন্ট করা হয়। ভারতীয় হস্তশিল্পে বাগ প্রিন্টের এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে।

০৭ ১০
এছাড়াও মৃগনয়নীতে অক্সিডাইজড সিলভার গয়না, এমপি সরকারের বিভিন্ন ট্রাইবাল ও মুক্তর  গয়না সহ রকমারি কানের দুল, গলার হার এবং চুড়ি পাওয়া যায়।

এছাড়াও মৃগনয়নীতে অক্সিডাইজড সিলভার গয়না, এমপি সরকারের বিভিন্ন ট্রাইবাল ও মুক্তর গয়না সহ রকমারি কানের দুল, গলার হার এবং চুড়ি পাওয়া যায়।

০৮ ১০
ঘরসজ্জার জন্য গ্রাহকেরা এখানে পেয়ে যেতে পারেন, নানা ধরনের প্রিন্টেড এবং কাঁথা স্টিচের বেডকভার, কুশন কভার এবং পর্দার বিপুল সম্ভার। রয়েছে ডোকরা, টেরাকোটার নজরকাড়া কালেকশনও।

ঘরসজ্জার জন্য গ্রাহকেরা এখানে পেয়ে যেতে পারেন, নানা ধরনের প্রিন্টেড এবং কাঁথা স্টিচের বেডকভার, কুশন কভার এবং পর্দার বিপুল সম্ভার। রয়েছে ডোকরা, টেরাকোটার নজরকাড়া কালেকশনও।

০৯ ১০
পুরুষ বন্ধুদেরও নিরাশ করেনি মধ্যপ্রদেশ সরকার পরিচালিত মৃগনয়নী। তাদের জন্য রয়েছে হ্যান্ডলুম শার্ট, কুর্তা, এবং পাঞ্জাবির সম্ভার যা এক অন্য মাত্রা দেবে এথনিক লুককে।

পুরুষ বন্ধুদেরও নিরাশ করেনি মধ্যপ্রদেশ সরকার পরিচালিত মৃগনয়নী। তাদের জন্য রয়েছে হ্যান্ডলুম শার্ট, কুর্তা, এবং পাঞ্জাবির সম্ভার যা এক অন্য মাত্রা দেবে এথনিক লুককে।

১০ ১০
তা হলে আর দেরি কেন? আপনার শারদ সাজের একমাত্র গন্তব্য মৃগনয়নী দক্ষিণাপণ এবং অবন্তী উত্তরাপণ। আজই আসুন।

তা হলে আর দেরি কেন? আপনার শারদ সাজের একমাত্র গন্তব্য মৃগনয়নী দক্ষিণাপণ এবং অবন্তী উত্তরাপণ। আজই আসুন।

এই প্রতিবেদনটি ‘মৃগনয়নী’র সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:

Share this article

CLOSE