Advertisement
Stylist Rudra Saha

পুজোর পর নিজস্ব ঢঙে প্রথা ভাঙার কথা বললেন পোশাক শিল্পী রুদ্র সাহা

নারী পুরুষের সাজ পোশাক, বিয়ে, সম্পর্ক, পেশা- সব কিছু নিয়েই সমাজের একটি নিজস্ব বেড়াজাল আছে। মেদ বহুল মহিলারা চর্চিত স্লিভলেস বা শর্ট ড্রেস পরা নিয়ে। তেমনই সমালোচনা হয় অসম বয়সে বিয়ে ও সমকামীদের নিয়ে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ২০:৫৫
Share: Save:
০১ ০৯
বলুন তো, বিয়ের বয়স বলতে আসলে ঠিক কোন বয়সটা উপযোগী? ১৮-২৫ না কী ৪৫! তা ছাড়া বিয়ে কী শুধু নারী পুরুষের মধ্যেই হতে হবে, এটা কী কোনও বিধিলিপি?

বলুন তো, বিয়ের বয়স বলতে আসলে ঠিক কোন বয়সটা উপযোগী? ১৮-২৫ না কী ৪৫! তা ছাড়া বিয়ে কী শুধু নারী পুরুষের মধ্যেই হতে হবে, এটা কী কোনও বিধিলিপি?

০২ ০৯
বহু যুগ আগে পুরুষ সানন্দে বিয়ে করতেন হাঁটুর বয়সী মেয়েদের। তাই সমাজে প্রচলিত যে স্বামীর বয়সই বেশি হবে স্ত্রীয়ের তুলনায়।

বহু যুগ আগে পুরুষ সানন্দে বিয়ে করতেন হাঁটুর বয়সী মেয়েদের। তাই সমাজে প্রচলিত যে স্বামীর বয়সই বেশি হবে স্ত্রীয়ের তুলনায়।

০৩ ০৯
প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কাপুর খান এঁদের নিয়ে তাই সমালোচনা হয়েছে অনেক! তাঁরা সেলিব্রিটি, তবুও শুনেছেন কটাক্ষ!

প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কাপুর খান এঁদের নিয়ে তাই সমালোচনা হয়েছে অনেক! তাঁরা সেলিব্রিটি, তবুও শুনেছেন কটাক্ষ!

০৪ ০৯
নারীর এই অসম বয়সের বিয়ে নিয়ে শুধু নয়, সমাজ মেনে নিতে পারে না সমপ্রেমও।

নারীর এই অসম বয়সের বিয়ে নিয়ে শুধু নয়, সমাজ মেনে নিতে পারে না সমপ্রেমও।

০৫ ০৯
আজও দু’ই পুরুষ বা দু’ই নারী পাশাপাশি দাঁড়ালে ভেসে আসে বাঁকা হাসি, ভ্রূকুটি।

আজও দু’ই পুরুষ বা দু’ই নারী পাশাপাশি দাঁড়ালে ভেসে আসে বাঁকা হাসি, ভ্রূকুটি।

০৬ ০৯
দুটো মানুষ, একে অপরকে ভালবেসে আনন্দে আছে। এর থেকে বড় পাওনা জীবনে আর কী-ই বা আছে! তবু যেন মনুষ্যত্বকে ক্ষত বিক্ষত করাতেই মানুষের তৃপ্তি।

দুটো মানুষ, একে অপরকে ভালবেসে আনন্দে আছে। এর থেকে বড় পাওনা জীবনে আর কী-ই বা আছে! তবু যেন মনুষ্যত্বকে ক্ষত বিক্ষত করাতেই মানুষের তৃপ্তি।

০৭ ০৯
পুজোর আগেই ভারত ও বাংলাদেশ এক হল দুই কন্যের বিয়েতে।  তেমন নজির বড়ই কম। পরিবর্তন আনতে চায় আরও লড়াই।

পুজোর আগেই ভারত ও বাংলাদেশ এক হল দুই কন্যের বিয়েতে। তেমন নজির বড়ই কম। পরিবর্তন আনতে চায় আরও লড়াই।

০৮ ০৯
চেতন শর্মা ও অভিষেক রায়ের জুটি  বেশ নজর কেড়েছিল প্রাক পুজোর সময়ে। সময় বদলে দিচ্ছে মনন।

চেতন শর্মা ও অভিষেক রায়ের জুটি বেশ নজর কেড়েছিল প্রাক পুজোর সময়ে। সময় বদলে দিচ্ছে মনন।

০৯ ০৯
মানুষের বড় পরিচয় তাঁর মূল্যবোধেই। এই আয়োজনে হয়তো সেটাই বলতে চেয়েছেন পোশাক শিল্পী রুদ্র সাহা।

মানুষের বড় পরিচয় তাঁর মূল্যবোধেই। এই আয়োজনে হয়তো সেটাই বলতে চেয়েছেন পোশাক শিল্পী রুদ্র সাহা।

মডেল- অরিজিৎ শিকদার, সৌরভ সরকার, আঙ্কিতা দাস, রহেলি সরকার, প্রিন্সু এবং মধু, পোশাক শিল্পী-রুদ্র সাহা, পোশাক –ব্ল্যাক ইন ভোগ, রূপটান শিল্পী- শদ্ভিকা দেব শর্মা, কেশ সজ্জা- রোহিণী আইচ, ছবি- সৌরভ সনু ও শৌভিক দেবনাথ, স্থান –স্বপ্ন সন্ধানে, স্টাইলিং সহকারী- পৌলমী সাহা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE