Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga Puja 2022

সোনার গয়নায় মারাত্মক ঝুঁকি! পুজো মাতান জাঙ্ক গয়নায়

সোনার বদলে জাঙ্ক গয়না এখন প্রচুর যান ভাল ডিজাইনে পাওয়া যায়। যে কোনও মলে, বুটিকে একটু চোখ কান খোলা রাখুন, এ ছাড়া অক্সিডাইজড গয়না, মুক্তো, কুন্দন গয়নায় নিজেকে সাজিয়ে তুলুন নজরকাড়াভাবে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ১০:২৮
Share: Save:
০১ ১৬
পুজোর সময় সকাল-বিকেল মিলিয়ে বিভিন্ন রকম শাড়ি ও জামাকাপড় পরা হয়ে থাকে, তাই শাড়ির কাপড় কোন সময় পরা হচ্ছে তার উপর ভিত্তি করে নিজের সাজকে ভেবে নিতে পারেন এই ভাবে

পুজোর সময় সকাল-বিকেল মিলিয়ে বিভিন্ন রকম শাড়ি ও জামাকাপড় পরা হয়ে থাকে, তাই শাড়ির কাপড় কোন সময় পরা হচ্ছে তার উপর ভিত্তি করে নিজের সাজকে ভেবে নিতে পারেন এই ভাবে

০২ ১৬
কাঞ্জিভরম ও অন্যান্য সিল্ক শাড়ির সঙ্গে— কাঞ্জিভরম, চান্দেরি, তসরের মতো ভারী শাড়ির জন্য় বেছে নিন কুন্দন সেট। ঝলমলে হিরে বসানো যেন! এ ছাড়া সোনালি ইমিটিশনের গয়না তো আছেই। পরতে পারেন ভারী চোকার। টেম্পল জুয়েলারি। কাঞ্জিভরমের সঙ্গে টেম্পল গয়না, দক্ষিণের লুক নিয়ে আসে।

কাঞ্জিভরম ও অন্যান্য সিল্ক শাড়ির সঙ্গে— কাঞ্জিভরম, চান্দেরি, তসরের মতো ভারী শাড়ির জন্য় বেছে নিন কুন্দন সেট। ঝলমলে হিরে বসানো যেন! এ ছাড়া সোনালি ইমিটিশনের গয়না তো আছেই। পরতে পারেন ভারী চোকার। টেম্পল জুয়েলারি। কাঞ্জিভরমের সঙ্গে টেম্পল গয়না, দক্ষিণের লুক নিয়ে আসে।

০৩ ১৬
সুতি ও হ্যান্ডলুম শাড়ির সঙ্গে— হ্যান্ডলুম সুতির বা লিনেন শাড়ি, দিনের সাজে আদর্শ। এগুলির অনুসঙ্গে? কিনে নিতে পারেন রুপোলি অক্সিডাইজড বা বোহেমিয়ান গয়নার সেট, যার মধ্যে থাকতে পারে ডোকরার গয়না, কাপড়ের কাজ করা কানের দুল, কাঠের চুড়ির সেট, পাটের দুল, টেরাকোটার গয়নার সেট, অথবা বিভিন্নরকম বিডস দিয়ে গাঁথা নেকলেস। 

সুতি ও হ্যান্ডলুম শাড়ির সঙ্গে— হ্যান্ডলুম সুতির বা লিনেন শাড়ি, দিনের সাজে আদর্শ। এগুলির অনুসঙ্গে? কিনে নিতে পারেন রুপোলি অক্সিডাইজড বা বোহেমিয়ান গয়নার সেট, যার মধ্যে থাকতে পারে ডোকরার গয়না, কাপড়ের কাজ করা কানের দুল, কাঠের চুড়ির সেট, পাটের দুল, টেরাকোটার গয়নার সেট, অথবা বিভিন্নরকম বিডস দিয়ে গাঁথা নেকলেস। 

০৬ ১৬
শিফন ও হাল্কা রঙের শাড়ির সঙ্গে— হাল্কা রঙের শিফন যদি আপনার পছন্দের হয়, তার সঙ্গে ম্যাচ করতে পারেন মুক্তোর গয়না অথবা বিডসের গয়না যা আপনার সাজকে করে তুলবে আরও মোহময়ী।

শিফন ও হাল্কা রঙের শাড়ির সঙ্গে— হাল্কা রঙের শিফন যদি আপনার পছন্দের হয়, তার সঙ্গে ম্যাচ করতে পারেন মুক্তোর গয়না অথবা বিডসের গয়না যা আপনার সাজকে করে তুলবে আরও মোহময়ী।

০৮ ১৬
অরগ্য়াঞ্জা শাড়ির সঙ্গে— অরগ্য়াঞ্জা শাড়ির জনপ্রিয়তা এখন তুঙ্গে। প্রিন্টেড বা সুতোর কাজ করা অরগাঞ্জা শড়ির সঙ্গে পরতে পারেন সোনালি চোকার ও ঝুমকোর সেট। 

অরগ্য়াঞ্জা শাড়ির সঙ্গে— অরগ্য়াঞ্জা শাড়ির জনপ্রিয়তা এখন তুঙ্গে। প্রিন্টেড বা সুতোর কাজ করা অরগাঞ্জা শড়ির সঙ্গে পরতে পারেন সোনালি চোকার ও ঝুমকোর সেট। 

১০ ১৬
ফ্যান্সি শাড়ির সাথে- ভারী নেটের কিংবা ফ্যান্সি চুমকি বা পাথরের শাড়ির ভীষণ জনপ্রিয়তা চলছে এখন। পুজোর সময় যেকোনও দিন প্রধান আকর্ষণ হয়ে উঠতে এর সাথেই বেছে নিন সোনালি বা রুপোলি ভারী গয়নার সেট, কুন্দনের সেট, আমেরিকান ডায়মন্ড এবং পাথরের কাজ করা বিভিন্ন ভারী গয়নার সেট।

ফ্যান্সি শাড়ির সাথে- ভারী নেটের কিংবা ফ্যান্সি চুমকি বা পাথরের শাড়ির ভীষণ জনপ্রিয়তা চলছে এখন। পুজোর সময় যেকোনও দিন প্রধান আকর্ষণ হয়ে উঠতে এর সাথেই বেছে নিন সোনালি বা রুপোলি ভারী গয়নার সেট, কুন্দনের সেট, আমেরিকান ডায়মন্ড এবং পাথরের কাজ করা বিভিন্ন ভারী গয়নার সেট।

১২ ১৬
চিকনকারি শাড়ির সঙ্গে— চিকনকারি শাড়িও এখন খুব উঠেছে। এই ধরনের সুতোর শাড়ির সঙ্গে আপনি সাজতে পারেন আপনার কালেকশনের সুন্দর কোনও পাথরের গয়না দিয়ে। 

চিকনকারি শাড়ির সঙ্গে— চিকনকারি শাড়িও এখন খুব উঠেছে। এই ধরনের সুতোর শাড়ির সঙ্গে আপনি সাজতে পারেন আপনার কালেকশনের সুন্দর কোনও পাথরের গয়না দিয়ে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE