Advertisement
Friendship of Lahoma and Anusha

বন্ধুত্বের উদযাপনে এই প্রজন্মের দুই অভিনেত্রী লহমা ও অনুষা, লেন্সে তথাগত

ইন্ডাস্ট্রির রটনা, অভিনেত্রীরা নাকি পরস্পরের বন্ধু হন না! খোলামেলা পোশাকে একেবারে পার্টির মুডে সে সব কথাকে ডাহা মিথ্যে প্রমাণ করল অনুষা বিশ্বনাথন ও লহমা ভট্টাচার্য’র বন্ধুত্বের রসায়ন!

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৮:০৭
Share: Save:
০১ ০৮
ছবির কাজে এই মুহূর্তে ব্যস্ত দু’জনেই। একে অপরের উন্নতি নিয়ে মনে কোনও দ্বন্দ্ব নেই। বরং ধরা দিলেন ছুটির মেজাজে, খাঁটি বন্ধুত্বের রসায়নে।

ছবির কাজে এই মুহূর্তে ব্যস্ত দু’জনেই। একে অপরের উন্নতি নিয়ে মনে কোনও দ্বন্দ্ব নেই। বরং ধরা দিলেন ছুটির মেজাজে, খাঁটি বন্ধুত্বের রসায়নে।

০২ ০৮
দুজন মনে করান বলিউডের সারা, জাহ্নবী, অনন্যার তিন ইয়ারি কথা।

দুজন মনে করান বলিউডের সারা, জাহ্নবী, অনন্যার তিন ইয়ারি কথা।

০৩ ০৮
পুজো শেষে দুই বন্ধু এখন ছুটির মেজাজে।

পুজো শেষে দুই বন্ধু এখন ছুটির মেজাজে।

০৪ ০৮
বেড়াতে যেতে ভালবাসেন দু'জনেই। দু'জনেরই পছন্দ হাল্কা মেজাজের ক্যাজুয়াল পোশাক।

বেড়াতে যেতে ভালবাসেন দু'জনেই। দু'জনেরই পছন্দ হাল্কা মেজাজের ক্যাজুয়াল পোশাক।

০৫ ০৮
আর পার্টির জন্য দু'জনেই চান কেতাদুরস্ত পশ্চিমি পোশাক।

আর পার্টির জন্য দু'জনেই চান কেতাদুরস্ত পশ্চিমি পোশাক।

০৬ ০৮
সাহসী সাজে দুই অভিনেত্রীই সমান স্বচ্ছন্দ। তবে চরিত্রের দাবির বিষয়টা গুরুত্বপূর্ণ দু'জনের কাছেই।

সাহসী সাজে দুই অভিনেত্রীই সমান স্বচ্ছন্দ। তবে চরিত্রের দাবির বিষয়টা গুরুত্বপূর্ণ দু'জনের কাছেই।

০৭ ০৮
দুই অভিনেত্রীই বেড়ে উঠেছেন গুণী পরিবারে। স্বজনপোষণের অভিযোগকে গুরুত্ব দেন না একেবারেই।

দুই অভিনেত্রীই বেড়ে উঠেছেন গুণী পরিবারে। স্বজনপোষণের অভিযোগকে গুরুত্ব দেন না একেবারেই।

০৮ ০৮
দু'জনে বিশ্বাস করেন, সুযোগ এক বার কেউ পাইয়ে দিতে পারে মাত্র। বাকি লড়াইটা নিজেকেই লড়তে হয়। তার জন্য লাগে যোগ্যতা। তবে দু'জনের কেউই বিনা পরিশ্রমে সুযোগ পাননি, জানালেন অনুষা ও লহমা।

দু'জনে বিশ্বাস করেন, সুযোগ এক বার কেউ পাইয়ে দিতে পারে মাত্র। বাকি লড়াইটা নিজেকেই লড়তে হয়। তার জন্য লাগে যোগ্যতা। তবে দু'জনের কেউই বিনা পরিশ্রমে সুযোগ পাননি, জানালেন অনুষা ও লহমা।

মডেল- অনুষা বিশ্বনাথন ও লহমা ভট্টাচার্য | রূপটান- আম্রপালি | কেশসজ্জা- বীণা | ছবি- তথাগত ঘোষ | স্টাইলিং- ঈশা ভট্টাচার্য | পোশাক- মিয়াকি অফিসিয়াল ও দেবাশিষের দেবুস | গয়না ও অ্যাক্সেসরিজ- ফাইন্ড ইওর মিরাকি, নাইভ জুয়েলারি, ও পিঙ্ক ব্যান্টার | স্থান- হায়াত রিজেন্সি কলকাতা, দ্য সেনসেস | ভাবনা ও পরিকল্পনা- শ্যামশ্রী সাহা ও অঙ্গনা ঘোষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.