Advertisement
kali Puja 2022

অনুষার দীপাবলি-সাজে যেন হাজার ঝাড়বাতির আলো! ধরা দিলেন তথাগতের ক্যামেরায়

পোশাকের ব্যাপারে বরাবরই খুতখুঁতে। আর তা যদি হয় দীপাবলির পোশাক, অনুষা বিশ্বনাথনের পছন্দ বেশ অন্য রকম।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৬:৩০
Share: Save:
০১ ০৮
তিন ধরনের সাজে ক্যামেরার সামনে হাজির ‘অপরাজিত’র দুর্গা। অনুষা বিশ্বনাথনের বেছে নেওয়া পোশাকে উৎসবের আমেজ আর আভিজাত্যের মিশেল।

তিন ধরনের সাজে ক্যামেরার সামনে হাজির ‘অপরাজিত’র দুর্গা। অনুষা বিশ্বনাথনের বেছে নেওয়া পোশাকে উৎসবের আমেজ আর আভিজাত্যের মিশেল।

০২ ০৮
প্যাস্টেল রঙা বেলুন স্লিভস টপ, সঙ্গে একই রঙের ফ্লেয়ার স্কার্ট। একরাশ চুল কাঁধের একপাশ থেকে নেমে এসেছে বুক বরাবর।

প্যাস্টেল রঙা বেলুন স্লিভস টপ, সঙ্গে একই রঙের ফ্লেয়ার স্কার্ট। একরাশ চুল কাঁধের একপাশ থেকে নেমে এসেছে বুক বরাবর।

০৩ ০৮
শরীরের সাহসী প্রত্যয়ে মিশে স্নিগ্ধ চাহনি। এ যেন নিজেকে উজাড় করে দেওয়ার পরম আবেশের ক্ষণ।

শরীরের সাহসী প্রত্যয়ে মিশে স্নিগ্ধ চাহনি। এ যেন নিজেকে উজাড় করে দেওয়ার পরম আবেশের ক্ষণ।

০৪ ০৮
প্যাস্টেল রঙা সিল্ক টপে যৌবনের উচ্ছ্বাস। সঙ্গে সিল্কের ধোতি প্যান্ট।

প্যাস্টেল রঙা সিল্ক টপে যৌবনের উচ্ছ্বাস। সঙ্গে সিল্কের ধোতি প্যান্ট।

০৫ ০৮
খোলা কাঁধে মোহময়ী অনুষা। শরীর চুঁইয়ে পড়া আবেদনে মন যেন পাগলপারা।

খোলা কাঁধে মোহময়ী অনুষা। শরীর চুঁইয়ে পড়া আবেদনে মন যেন পাগলপারা।

০৬ ০৮
আলোর নরম ছোঁয়ায় তন্ময় অনুষা। দীপাবলিতে বারান্দার এক কোণে যেন কারও অপেক্ষায় আকুল।

আলোর নরম ছোঁয়ায় তন্ময় অনুষা। দীপাবলিতে বারান্দার এক কোণে যেন কারও অপেক্ষায় আকুল।

০৭ ০৮
সকালের পছন্দের রঙ যদি হয় স্নিগ্ধ প্যাস্টেল, রাতের সাজ হতেই হবে উজ্জ্বল লাল লাল রঙা লং জ্যাকেটে জারদৌসি কাজ। একই রংয়ের লেয়ারড প্যান্টে আরও ঝলমলিয়ে উঠবেন আলো-মাখা সন্ধ্যায়!

সকালের পছন্দের রঙ যদি হয় স্নিগ্ধ প্যাস্টেল, রাতের সাজ হতেই হবে উজ্জ্বল লাল লাল রঙা লং জ্যাকেটে জারদৌসি কাজ। একই রংয়ের লেয়ারড প্যান্টে আরও ঝলমলিয়ে উঠবেন আলো-মাখা সন্ধ্যায়!

০৮ ০৮
পলাশ রঙে দীপাবলির রাতে অনুষা নিজেই তো হাজার আলোর ঝাড়বাতি! মডেল: অনুষা বিশ্বনাথন ছবি: তথাগত ঘোষ রূপটান: আম্রপালী দত্ত রঞ্জন স্টাইলিং: ফারাক আলিম স্থান: মাটিবাড়ি পরিকল্পনা: সৌরভ ভট্টাচার্য

পলাশ রঙে দীপাবলির রাতে অনুষা নিজেই তো হাজার আলোর ঝাড়বাতি! মডেল: অনুষা বিশ্বনাথন ছবি: তথাগত ঘোষ রূপটান: আম্রপালী দত্ত রঞ্জন স্টাইলিং: ফারাক আলিম স্থান: মাটিবাড়ি পরিকল্পনা: সৌরভ ভট্টাচার্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE