পুজো মানেই তো নতুন শাড়ি, নতুন পাঞ্জাবি আর সাজগোজের ঢল। ষষ্ঠী থেকে দশমী, ঠাকুর দেখতে বেরোনো থেকে পাড়ার মণ্ডপ— সব জায়গাতেই ঝলমলে থাকার একটা ইচ্ছে থাকে। কিন্তু এ বারের পুজোয় সঙ্গে ভিজে আবহাওয়া আর বৃষ্টির একটা আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। মেকআপ অক্ষত রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সে ক্ষেত্রে। কিন্তু যদি বলি, বৃষ্টিতেও আপনার সাজ থাকবে নিখুঁত? এর জন্য কিছু ছোটখাটো টিপ্স মেনে চললেই হবে!
১। প্রথমেই, ভারী মেকআপ বাদ দিয়ে বেছে নিন জল-নিরোধক উপকরণ যা দীর্ঘ ক্ষণ টিকে থাকে। মেকআপ শুরু করার আগে মুখটা ভাল করে পরিষ্কার করে নিন। মুখ ধোওয়ার পরে একটি ভাল টোনার ব্যবহার করুন, যা ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখবে। এ বার হালকা ময়শ্চারাইজার লাগিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করুন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।