দুর্গাপুজোয় অভিজাত রেস্তরাঁয় খাওয়ার পাশাপাশি রাস্তার পাশের দোকান থেকে রোল, মোমো, ফুচকা না খেলে যেন ঠিক জমে না। বিশেষ করে ঠাকুর দেখার ফাঁকে ফাঁকে ফুচকা ব্রেক যেন চাই-ই চাই। ঝাল ঝাল আলুর পুর ভরা টক জল দেওয়া ছোট্ট লুচির মতো। মুখে দিলেই মনে হয় যেন অমৃত! কিন্তু জানেন কি কলকাতার কোন ১০টি জায়গায় সেরা স্বাদের ফুচকা পাওয়া যায়?