প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

মন ভরানো আবহে পুজোয় জমে উঠুক পেট‘পুজো’ও! সঙ্গে থাকুক আইটিসি

সুস্বাদু খাবারের সঙ্গে মন ভরানো পরিবেশ, শহর কলকাতার বুকে এই দুই অভিজ্ঞতারই মেলবন্ধন পরিবেশন করছে আইটিসির হোটেলগুলি। পুজোর মুখে ভোজনবিলাসী বাঙালিদের সামনে তাঁরা তুলে ধরলেন তাঁদের খানা-খাজানার হদিস।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পেটপুজো ছাড়া আবার বাঙালিদের পুজো জমে নাকি! তবে পেট ভরানোর জন্য খাবারই যথেষ্ট নয়, মন ভরাতে চাই মনোরম আবহ-ও। শহর কলকাতার বুকে এই দুই অভিজ্ঞতারই মেলবন্ধন পরিবেশন করছে আইটিসির হোটেলগুলি। পুজোর মুখে ভোজনবিলাসী বাঙালিদের সামনে তাঁরা তুলে ধরলেন তাঁদের খানা-খাজানার হদিস।

দ্য সোনার মহাভোজ

পালা, আইটিসি সোনার

মনোরম আবহ, মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার সঙ্গে ঐতিহ্যবাহী বাঙালি পদ, এই সব কিছুরই অনুভূতি লুফে নিতে আসতে পারেন পালা, আইটিসি সোনারে তাঁদের লাঞ্চ ও ডিনার বুফে চেখে দেখতে।

তারিখ- ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর

সময়- দুপুর ১টা থেকে বিকেল ৪টে ও সন্ধে ৭টা থেকে রাত সাড়ে ১১টা

মাথাপিছু খরচ- ২২৫০ টাকা

গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন

স্থানীয়, ভারতীয় এবং আন্তর্জাতিক নানা পদের সন্ধানও পাবেন এখানকার মেনু কার্ডে। উত্তরপূর্ব ভারতের নানা পদ চেখে দেখুন গ্র্যান্ড মার্কের প্যাভিলিয়নের এই বুফেতে।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর ১টা থেকে বিকেল ৪টে ও সন্ধে ৭টা থেকে রাত ১১টা

মাথাপিছু খরচ- ২৯৯৯ টাকা

ওটিমো কুচিনা ইতালিয়ানা

ইতালির রান্নার সঙ্গে স্বদেশিয়ানার ছোঁয়া। থাকছে সি-ফুডের নানা পদ থেকে শুরু করে পিৎজা এবং আরও কত কী!

তারিখ- ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ২টো ৪৫ ও সন্ধে ৭টা থেকে রাত সাড়ে ১১টা

দার্জিলিং লাউঞ্জ

একটি মনোরম চায়ের লাউঞ্জ। এ ছাড়া কফির সঙ্গে পেয়ে যাবেন আরও নানা পানীয়।

২৪ ঘণ্টাই দরজা খোলা সকলের জন্য।

ব্রাস রুম

আন্তর্জাতিক স্বাদের মিশেলে বানানো হয়েছে এখানকার মেনু। কিছু প্রিমিয়াম ধরনের পানীয়ও চেখে দেখতে পারেন এখানে। সেই সঙ্গে আগে লাইভ বিনোদনের ব্যবস্থাও।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- সন্ধে ৬টা থেকে মধ্যরাত

ইডেন প্যাভিলিয়ন

বাঙালিয়ানার সঙ্গে আন্তর্জাতিক স্বাদের মেলবন্ধন। অ্যাংলো ইন্ডিয়ান নানা পদের সঙ্গে কলকাতার কিছু চাইনিজ় পদ চেখে দেখতে গেলে আসতেই হবে এখানে।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর ১টা থেকে বিকেল ৪টে এবং রাত ৭টা থেকে সাড়ে ১১টা

মাথাপিছু খরচ ২৬৯৯

নরম পানীয়র জন্য খরচ অতিরিক্ত পড়তে পারে ৫০০

দম পুখত্

প্রতিটা পদেই লুকিয়ে তাঁর ভিন্ন ইতিহাস। নিজের শহরে বসে ‘নবাবী দাওয়াত’-এর আমেজ উপভোগ করতে হলে পুজোয় পেটপুজোর গন্তব্য হোক দম পুখত্।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টে এবং রাত ৭টা থেকে সাড়ে ১১টা

প্যান এশিয়ান

পুর্ব এশিয়ার ঐতিহ্য এ বার ভোজের থালিতে। সঙ্গে জমে উঠুক মনমুগ্ধকর বিনোদনের আয়োজন।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টে এবং রাত ৭টা থেকে সাড়ে ১১টা

হাইল্যান্ড নেকটার

মন ভরানো সঙ্গীত পরিবেশনা এবং সুস্বাদু নানা পদের সঙ্গে নস্টালজিয়ায় ডুব দিতে প্রস্তুত?

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর ৪টে থেকে মধ্যরাত

রয়াল ভেগা

পুজোর ভিড়ে ভাল নিরামিষ পদ খুঁজছেন? রয়াল ভেগা দিচ্ছে তারই ঠিকানা। ভারতের সমস্ত রাজকীয় হেঁশেলের সুস্বাদু নিরামিষ পদের সম্ভার পাবেন এখানেই।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর সাড়ে ১২টা থেকে ২টো ৪৫ পর্যন্ত এবং রাত ৭টা থেকে সাড়ে ১১টা।

মাথাপিছু খরচ- ২৪৭৫ টাকা

পেশোরি

উত্তর-পশ্চিম সীমান্তের নানা সুস্বাদু পথ পাবেন এখানে।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর সাড়ে ১২টা থেকে ৪টে পর্যন্ত এবং রাত ৭টা থেকে সাড়ে ১১টা।

স্কাই পয়েন্ট

হোটেলের ছাদে বসে মনোরম প্রকৃতির সৌন্দর্য উপভোগ সেই সঙ্গে মন শ্রুতিমধুর সঙ্গীতের সুর। পানীয় ও সুস্বাদু খাবারের সম্ভার তো রয়েছেই।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- বিকেল ৪টে থেকে মধ্যরাত

আবর্তন

দক্ষিণ ভারতের স্বাদ নিয়ে হাজির হয়েছে ‘আবর্তন’।

তারিখ- ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

সময়- দুপুর সাড়ে ১২টা থেকে ২টো ৪৫ পর্যন্ত এবং রাত ৭টা থেকে সাড়ে ১১টা।

মাথাপিছু খরচ- ৩৫০০ টাকা

স্টোরি বাই আইটিসি হোটেলস্‌,

পুজোর মধ্যে কোথাও সাময়িক ছুটি কাটাতে চাইলে এটা হতে পারে সেরা ঠিকানা। প্রিমিয়াম ঘরের পরিষেবা, সুস্বাদু খাবার, সঙ্গে দারুণ কিছু মনোরঞ্জনের ব্যবস্থা, সব মিলিয়ে স্টোরি বাই আইটিসি-ই হতে পারে পুজোর গন্তব্য। এক ঝলকে দেখে নিন অফারগুলি।

প্রি-পুজো উইকডে ব্লিস

তারিখ- ১ থেকে ২৮ সেপ্টেম্বর (সোম থেকে বৃহস্পতি)

সুস্বাদু খাবার ও স্পা ট্রিটমেন্ট, শেফের মাস্টারক্লাস, যোগ ব্যায়ামের সেশন, চায়ের চুমুকে ২০ শতাংশ ছাড়।

পুজো স্পেশালস্‌

তারিখ- ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

শারদীয়া দুর্গা পুজো স্পেশাল বুফে ও মহাভোগ থালির উপর ২০ শতাংশ ছাড়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Durga Puja Offers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy