দুর্গাপুজো মানেই বাঙালির কব্জি ডুবিয়ে জমিয়ে ভুরিভোজ! উৎসবমুখর বাঙালির কথা ভেবেই এই সময় জুড়ে রেস্তরাঁগুলির পুজো স্পেশাল মেনুতে থাকে চেনা-অচেনা নানা বাহারি পদের সন্ধান। মোগলাই, চাইনিজ আর কন্টিনেন্টাল সারা বছর বাঙালির চেকলিস্টে থাকলেও পুজোর ক’দিন বাঙালি খাবারের প্রতিই ঝোঁক বেশি থাকে।
এই পুজোয় পুরনো কলকাতার আমেজ নিতে চান? তবে ঘুরে আসুন ডোভার লেনের ‘চিলেকোঠা’ থেকে। রেস্তরাঁয় ঢুকলেই পুরনো উত্তর কলকাতার এক বাড়ির ছাদ ও তার চিলেকোঠা জাপট মারে চোখে। ঘোরানো লোহার সিঁড়ি এবং পুরনো কলকাতার পেন্টিং দেখে মনেই হবে না আপনি কোনও রেস্তরাঁয় এসেছেন। অন্দরসজ্জার পাশাপাশি রসনাতৃপ্তি মেটাতে কোনও অংশে কম যায় না এই রেস্তরাঁ।
মা-ঠাকুমার হেঁশেলের হারিয়ে যাওয়া সব সাবেকি বাংলা রান্নার সুলুকসন্ধান মিলবে এই চিলেকোঠায়। এদের মেনুতে পাবেন বাংলাদেশের বিভিন্ন এলাকার বিশেষ সব রান্না। তার মধ্যে পরোটা, বরিশালী মুর্গ বাটা, মটন ও মাছের আরও নানা পদের স্বাদ সত্যিই অতুলনীয়। এ ছাড়াও বেশ কিছু চেনা বাঙালি রান্নায় মিলবে চিলেকোঠা স্পেশাল ফিউশন টুইস্ট! পুজোর ক’দিন চিলেকোঠা আয়োজন করেছে স্পেশাল বাফে মেনু। প্রতি দিনের মেনুতেই থাকছে অভিনব সব চমক।