পুজোর পরিকল্পনা কি ইতিমধ্যেই সেরে ফেলেছেন? প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আর ঠাকুর দেখা, না কি বন্ধুবান্ধবদের সঙ্গে দেদার পার্টি, নাচ আর নিশিযাপন? কোন প্ল্যানটি আপনার মনের মতো হল বলুন তো? কি ভাবছেন, দুটোই হলে মন্দ কি?
চিন্তা নেই। একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করার সুবর্ণ সুযোগ। সল্টলেক সেক্টর ফাইভের ‘দ্য ব্রিউহিভ’-এ একবার ঢুঁ মেরেই আসুন না! পুজোয় এই রেস্তরাঁ হতেই পারে আপনার জমজমাটি আড্ডা দেওয়ার সেরা ঠিকানা। ঝাঁ চকচকে দোতলা রেস্তরাঁ সঙ্গে সুরের হালকা মূর্ছনা। আর হ্যাঁ, রেস্তরাঁর খাবারেও থাকছে অভিনব সব টুইস্ট! আর এই টুইস্টকে কেন্দ্র করেই ভোজনরসিকদের মনে দাগ কেটেছে ‘দ্য ব্রিউহিভ’।
পুজোকে কেন্দ্র করে ষষ্ঠী থেকে দশমীতে থাকছে এদের পুজো স্পেশাল মেনু। সেই মেনুর স্টার্টারে পাবেন চাটনিওয়ালা পনির টিক্কা, মুর্শিদাবাদ স্যাসলিক চিকেন, রয়্যাল বেঙ্গল ফিশ ফ্রাই, ধনিয়াখালি কাঁকড়ার মতো জিভে জল আনা সব পদ। সুস্বাদু সব খাবারের পরিবেশনাতেও থাকছে বেশ চমক। তাদের বেকড এগ উইথ হোলানডেস সস! এই খাবারের খোঁজে ফের আর এক বার ঢুঁ মারতেই হবে ব্রিউহিভে !