পুজো আসছে। আকাশে-বাতাসে পুজোর গন্ধ। আর সেই গন্ধের সঙ্গে মিশে আছে ডায়েট ভুলে কবজি ডুবিয়ে খাওয়ার অপেক্ষাও। উৎসব মানেই ভোজনরসিক বাঙালির কাছে নতুন কিছু চেখে দেখা। তবে এ বার পুজোয় শুধু নতুন নয়, পুরনো বা চেনা স্বাদেও ডুব দিতে চান? চিন্তা নেই! কলকাতা জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু রেস্তোরাঁ, যেখানে গেলে মনে হবে যেন সারা দিন ভিড়ের মধ্যে ঠাকুর দেখে যেন নিজেরই বাড়ি ফিরেছেন রাতের বা দুপুরের খাবারের জন্য। কলকাতার বাঙালি রেস্তরাঁগুলি তাই সাজিয়েছে বিশেষ থালির বাহার।