দুর্গাপুজোর সময় মোটেই বাড়িতে খেতে ইচ্ছে করে না। বিশেষ করে যদি ঠাকুর দেখতে বেরোনো হয়। আর ঠাকুর দেখা মানেই, তার ফাঁকে ফাঁকে নানা ধরনের স্ট্রিট ফুড, বিরিয়ানি, ইত্যাদি চাই-ই চাই। এই পুজোয় বেরিয়ে বিরিয়ানি খাবেন, কিন্তু জানেন কলকাতার বুকে সেরা ১০ বিরিয়ানির ঠেক থুড়ি দোকান কোনগুলি? এখানে রইল তারই হদিস।