শারদোৎসব মানেই শুধু মণ্ডপসজ্জা বা প্রতিমার রূপ নয়, ভোগও পুজোর এক অবিচ্ছেদ্য অঙ্গ। পুজোর ভোগের সঙ্গে জড়িয়ে থাকে ভক্তি, ঐতিহ্য আর সকলে মিলে তা রাঁধার আনন্দ। খিচুড়ির জিভে জল আনা গন্ধ, লাবড়ার ঝাল-মিষ্টি স্বাদ ও তার সঙ্গে পায়েসের মনোমুগ্ধকর আস্বাদ, সব মিলিয়ে ভোগ যেন পুজোর প্রাণ।
সেই ভোগকেই কেন্দ্র করে আনন্দবাজার ডট কম আয়োজন করে বিশেষ প্রতিযোগিতা, ‘পুজোর সেরা ভোগ’। ২০২৪-এর সাফল্যের পর এই বছরও আয়োজন করা হয়েছিল ‘পুজোর সেরা ভোগ’ ২০২৫, যার প্রেজ়েন্টিং পার্টনার ‘ডক্টরস্ চয়েস’ এবং পাওয়ার্ড বাই পার্টনার ‘গণেশ পিওর স্পাইসেস্’।
কলকাতার বিভিন্ন আবাসনগুলির মধ্যে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। মহাষ্টমীর দিন ভোগ পরিবেশনকে কেন্দ্র করেই বিচার হয়। ভোগের স্বাদ ও উপস্থাপনা, এই দুই দিকেই বিশেষ নজর রাখেন তারকা বিচারকরা। সেই সঙ্গে দেখা হয় কী ভাবে আবাসনের মানুষ একসঙ্গে মিলে ভোগের আয়োজন করছে।
এই বছর বিচারকদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা সরকার, রণজয় বিষ্ণু, শ্যামৌপ্তি মুডলি, দর্শনা বণিক, শোলাঙ্কি রায়, রাজনন্দিনী পাল, অঙ্গনা রায় এবং বিবৃতি চট্টোপাধ্যায়। বিচার শেষে তারকা বিচারকদের রায়ে উত্তরের এবং দক্ষিণের সেরা ভোগ হিসাবে বেছে নেওয়া হয়েছে দুই বিজয়ীকে।
দুই বিজয়ী আবাসন হল —
দক্ষিণের সেরা ভোগের বিজেতা ‘উতালিকা এফিসিয়েন্সি অ্যান্ড কমফোর্ট’
উত্তরের সেরা ভোগের বিজেতা ‘সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ় - ২’
মহানবমীর মহালগ্নে এই দুই বিজেতার হাতে তুলে দেওয়া হয়েছে চেক, যেখানে পুরস্কার মূল্য ছিল ২০০০০ টাকা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।