Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Ganesh Puja in Kolkata

গণেশ পুজোয় থিম চন্দ্রযান-৩! কোথায়? জেনে নিন

গণেশ পুজোতেও এ বার থিম পুজোর হাওয়া! সল্টলেকে একটি পুজোর থিম যেমন চন্দ্রযান ৩।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১২
Share: Save:

দুর্গাপুজোয় তো বহু বছর ধরেই দেখা যাচ্ছে। বেশ কয়েক বছর হয়ে গেল কালীপুজোতেও চলছে। এবার গণেশ পুজোতেও হই হই করে এসে পড়ল! কী সেটা! থিম। থিমের পুজো। এ বছর কলকাতায় থিমের গণেশ পুজো হচ্ছে। পারলে এখনই গিয়ে দেখে আসতে পারেন আপনি। আর থিম-টাও বেশ জমজমাট ও এক্কেবারে টাটকা। তা হলে খুলেই সব বলা যাক।

এ বছর গণেশ চতুর্থীতে সল্টলেকের পিএনবি মোড়ে বিবি ব্লক যুবক সঙ্ঘের গণেশ পুজোর থিম হল, চন্দ্রাযান-৩! আপনি প্যান্ডেলে পা রাখলেই চন্দ্রাযান-৩-এর উৎক্ষেপণের 'কাউন্টডাউন' আওয়াজ শুনতে পাবেন। ধীরে ধীরে শুনবেন চাঁদের বুকে চন্দ্রায়ন-৩'এর মহা ঐতিহাসিক ল্যান্ডিংয়ের মুহূর্তের শব্দ। মন্ডপের আকাশে দেখবেন চাঁদ, বিক্রম রোভার। এই থিম গণেশ পুজোর নাম, 'পাড়ি দিতে পারি'।

জানা গেল, কয়েক সপ্তাহ আগেই চন্দ্রায়ন-৩-এর সফল মহাকাশযাত্রা ও আমাদের দেশের এই মহাকাশযানের চাঁদে পা রাখার সাফল্যকে সল্টলেকের বারোয়ারি গণেশ পুজোর আয়োজকরা এহেন থিমে উৎসর্গ করছেন। বিশেষ করে, চন্দ্রায়ন-৩'-এর পুরো প্রকল্পটায় ইসরো-র বিশাল টিমে বাংলার যে ৩০ জন বৈজ্ঞানিক ছিলেন, এই গণেশ পুজোর থিম তাঁদেরকে ওই ক্লাবের তরফে একটা বড়সড় কুর্ণিশ!

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

অন্য বিষয়গুলি:

Ganesh Pujo ganesh chaturthi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE