বিসর্জনের নানা রীতি ও উপাচার কী কী আর কেমন? বলা যাক।
বিসর্জন -
১. পুজো-স্থানের কাছাকাছি পুকুর, নদী এমনকী সমুদ্রের জলে গণেশকে নিক্ষেপ করা হয়।
২. তাঁর আগে পুজো-স্থান থেকে গণেশকে তুলে সেই বিগ্রহকে শোভা যাত্রা সহকারে বিসর্জনের ঘাট অবধি নিয়ে যাওয়া হয়।
৩. পুজো-স্থান থেকে গণেশকে তোলার আগে বিগ্রহকে শেষ বারের মতো পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করা হয়। গণেশের কপালে তৃতীয় চক্ষে লাল কুমকুমের টিপ পরানো হয়।
৪. নানা বিধ ফুল দিয়ে বিসর্জনের পুজো সারা হয়।
৫. বিসর্জনের ঘাটে গিয়ে নারকেল ফাটিয়ে সেই জলে জায়গাটি ধুয়ে গণেশকে সেখানে রাখা হয়।
৬. সাত বার গণেশকে প্রদক্ষিণ করিয়ে জলে ভাসানো হয়।
৭. জলে ফেলার সময় গণেশের মুখ ওপরের দিকে ও পিঠ জলের দিকে করে বিসর্জন দিতে হয়। পরের বছরও আবার গণেশ পুজো করতে পারার আশা ও প্রার্থনা করে।
আসছে বছর আবার হবে...
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy