Advertisement
Ganesh Idol Immersion

শুধু পুজোই নয়, গণেশ বিসর্জনেও রয়েছে বিশেষ বিশেষ নিয়ম

হিন্দু ধর্মের অন্য তম বড় উৎসব গণেশ পুজো। গণেশ পুজোর বিসর্জনের রীতি শুনলে চমকে চমকে উঠতে হয়।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৬
Share: Save:

বিসর্জনের নানা রীতি ও উপাচার কী কী আর কেমন? বলা যাক।

বিসর্জন -

১. পুজো-স্থানের কাছাকাছি পুকুর, নদী এমনকী সমুদ্রের জলে গণেশকে নিক্ষেপ করা হয়।

২. তাঁর আগে পুজো-স্থান থেকে গণেশকে তুলে সেই বিগ্রহকে শোভা যাত্রা সহকারে বিসর্জনের ঘাট অবধি নিয়ে যাওয়া হয়।

৩. পুজো-স্থান থেকে গণেশকে তোলার আগে বিগ্রহকে শেষ বারের মতো পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করা হয়। গণেশের কপালে তৃতীয় চক্ষে লাল কুমকুমের টিপ পরানো হয়।

৪. নানা বিধ ফুল দিয়ে বিসর্জনের পুজো সারা হয়।

৫. বিসর্জনের ঘাটে গিয়ে নারকেল ফাটিয়ে সেই জলে জায়গাটি ধুয়ে গণেশকে সেখানে রাখা হয়।

৬. সাত বার গণেশকে প্রদক্ষিণ করিয়ে জলে ভাসানো হয়।

৭. জলে ফেলার সময় গণেশের মুখ ওপরের দিকে ও পিঠ জলের দিকে করে বিসর্জন দিতে হয়। পরের বছরও আবার গণেশ পুজো করতে পারার আশা ও প্রার্থনা করে।

আসছে বছর আবার হবে...

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE