Advertisement
Ganesh Chaturthi Celebration

মহা জৌলুসে গণেশ পুজো সাধন পান্ডের বাড়িতে!

সাধন পাণ্ডে আজ ইহলোকে নেই। তাঁর অবর্তমানে মা সুপ্তি পাণ্ডেকে সঙ্গে কন্যা শ্রেয়া গণেশ পুজো করলেন বাড়িতে। সমাগম বহু মানুষের।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫
Share: Save:

সারা শহর জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বাদ গেলেন না শ্রেয়া পান্ডেও। মহা সাড়ম্বরে গণেশ বাবাজি পুজিত হলেন শ্রেয়া পান্ডের বাড়িতে। লেহেঙ্গায় সুসজ্জিত হয়ে ধরা দিলেন আনন্দবাজার অনলাইনের ক্যামেরার সামনে। বিগত ১২ বছর ধরে নিয়ম করে গণেশ চতুর্থীর দিন পুজিত হয়ে আসছেন সিদ্ধিদাতা।

আগে সাধন পান্ডে নিজেই এই পুজোর দায়িত্বে থাকলেও এই বছর তিনি নেই। তাই সব কিছুই হাতে হাত রেখে সামলাচ্ছেন মা-মেয়ে। সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে। বহু মানুষের আগমন হয় এই পুজোতে। এ বারেও তার অন্যথা নেই। আয়োজন ছিল এলাহী খাওয়া দাওয়ার। উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য্যসহ আরও অনেকে। শ্রেয়া বলেন, ‘আমি গণপতিকে গন্নু বলে ডাকি। বাবাকে খুব মিস করছি। এই পুজো আমিই বরাবর করে এসেছি আমার বাড়িতে। আজ বাড়ির দরজা সবার জন্য খোলা।’

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ganesh Puja Shreya Pande Sadhan Pande
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE