অফিসের অনুষ্ঠান হোক অথবা সান্ধ্য পার্টি, জমকালো পোশাক পরলেন, রূপটান থেকে শুরু করে সাজসজ্জা, সবই নিখুঁত। কিন্তু এমন অবস্থায় গাঢ় রঙের পোশাক পরলে কাঁধের কাছে যদি ঝরে পড়া খুশকি চোখে পড়ে, সর্বসমক্ষে লজ্জার পাত্র হতে হয় বইকি!
পুজোর আগেভাগে চুল নিয়ে কম বেশি সকলেই সচেতন। নামজাদা শ্যাম্পু দিয়ে ‘হেয়ার ওয়াশ’ অথবা সাঁলোতে গিয়ে দামি ‘ট্রিটমেন্ট’, এই সব করে মসৃণ চুল পেলেও খুশকির সমস্যা থেকে নিস্তার মেলে না সহজে। তাই বলে একে অবহেলা করলে সকলের সামনে বিড়ম্বনায় পড়বেন কিন্তু আপনিই। ঘরোয়া উপায়তেই দূর করুন খুশকির সমস্যা। আর পুজোয় ঘুরুন ‘কেয়ার ফ্রি’ হয়ে!
টি ট্রি ওয়েল চুলের জন্য অত্যন্ত কার্যকরী। প্রতি বার স্নানের সঙ্গে শ্যাম্পু ও কন্ডিশনারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন এটি। অথবা সরাসরি স্ক্যাল্পে লাগিয়ে মালিশ করলেও উপকার পাওয়া যায়।
অ্যালোভেরা জেল ও লেবুর রস এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দু’টিকে মিশিয়ে চুলে লাগিয়ে নিতে পারেন। লেবুর রস খুশকি এবং মাথার ত্বকে হওয়া ছত্রাকের সংক্রমণকে দূর করে। অন্য দিকে অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ারের কাজ করে। চুলের রক্ষতাকে দূর করে এটি।
আদার রস খুশকির সমস্যার সঙ্গে লড়ে। শ্যাম্পু করার আগে আদার রস চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। তার পর আধ ঘণ্টা মতো রেখে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত প্রয়োজন নেই, সপ্তাহে দু’বার এই টোটকা কাজে লাগান। ফল পাবেন।
একটি পাত্রে দই ও মধু মিশিয়ে চুলে লাগাতে পারেন। তাতেও কমবে খুশকির সমস্যা। হাতের কাছে থাকলে ওই মিশ্রণে দু’চামচ অলিভ ওয়েলও মিশিয়ে নিতে পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।