বর্ষা ঠিক মতো বিদায় নিতে না নিতেই হাজির পুজো। তার মধ্যে তো নিম্নচাপ আছেই! সব মিলিয়ে পুজোয় বঙ্গবাসী কতটা নাকাল হতে পারে সেটার ট্রেলার দ্বিতীয়া দেখিয়ে দিয়েছে। কিন্তু পুজো তো এক বারই আসে। একান্ত বিশেষ জল না জমলে বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু ঠাকুর দেখতে যেতে পারেন। শুধু সঙ্গে এই সস্তার ‘রক্ষাকবচ’ থাকলেই হবে। ভাবছেন কী এই ‘রক্ষাকবচ’? পকেট রেনকোট।
রেনকোট অনেকেই ব্যবহার করতে চান না, এক তো ভিজে রেনকোট রাখার অসুবিধা, তার উপর অনেকটা জায়গা লাগে। কিন্তু এই পকেট রেনকোট কিন্তু একে বারেই আলাদা। নাম শুনেই বুঝতে পারছেন এর সাইজ এতই ছোট যে আপনার পকেটেই ধরে যাবে। শুধুই কি তাই? এটি রাখার ঝামেলাও নেই তেমন। এক বার, কী বড় জোর দুই বার ব্যবহার করেই ফেলে দেবেন।
কোথায় পাবেন এই পকেট রেনকোট? যে কোনও ই-কমার্স সাইটেই উপলব্ধ রয়েছে এই পকেট রেনকোট। পুরুষ হোক বা মহিলা, এমনকী শিশু, সকলেই ব্যবহার করতে পারবেন এটি। আহামরি তেমন দামও নয় এগুলির। ই-কমার্স সাইটে মাত্র ২০০-৩০০ টাকার মধ্যেই ৩-৪ টির প্যাক পেয়ে যাবেন।
কেন পুজোর সময় এই পকেট রেনকোট রাখবেন? এক তো এটি রাখতে জায়গা কম লাগে, যেমনটা আগেই বলা হল। তা ছাড়া পুজোর সময় যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই এটি সঙ্গে রাখলে ঠাকুর দেখতে বেরিয়ে হুটহাট বৃষ্টি নামলেও অসুবিধা হবে না। ফোন বলুন বা পার্স/ওয়ালেট সবই নিরাপদে থাকবে। সব থেকে বড় কথা বৃষ্টি ভিজে ঠান্ডা লাগানোর সেই অর্থে কোনও সুযোগ থাকবে না। পুজোর ভিড়ের মধ্যে ছাতা নিয়ে হাঁটা একটু ঝঞ্ঝাটের। সেখানে এই পকেট রেনকোট ব্যবহার করা অনেক বেশি সহজ।
তা হলে আর কী! এ বার পুজোয় বৃষ্টির চোখ রাঙানি দেখে ভয় পেয়ে ঠাকুর দেখার পরিকল্পনা বাতিল নয়। বরং পকেট রেনকোটকে সঙ্গী করেই পুজোর আনন্দে মেতে উঠুন!
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।