কাঠের সিলিং থাকলে তার উপরে স্ট্রিং লাইট দিয়ে স্তর তৈরি করুন। কোণে রাখুন কিছু সেকালের লণ্ঠন। সঙ্গে আরামদায়ক বসার জায়গা আর টবে গাছপালা দিয়ে সাজসজ্জা সম্পূর্ণ করা যেতে পারে।
১২১২
শুধু আলোর সজ্জা নয়, এই উৎসব বরং হয়ে উঠুক ভালবাসা, স্মৃতি আর উচ্ছ্বাসের মিলন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।