Use vintage furnitures to get aesthetic look in your home decoration during durga puja 2023 dgtl
Home Decoration Tips
ছিমছাম নয়, এই পুজোতে সাবেকি জাঁকালো আসবাবেই হোক বাজিমাত
পুরনো চেয়ার বা টেবিলের নকশা করা পায়াটি খুলে নিয়ে তাকে ব্যবহার করতে পারেন চেয়ার বা সোফার হাতল হিসেবে! এমন অনেক রদবদলে আপনার ঘর হয়ে উঠবে আলোময়। কী ভাবে? জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
সামনেই পুজো আসছে। তার আগেই নিজের বাড়িটিকে একটু নতুন করে সাজিয়ে নিতে চান সবাই। তবে নতুন করে সাজালেই যে নতুন আসবাব কিনতে হবে, তেমনটা নয়।
০২১০
আপনার বাড়িতে থাকা পুরনো আসবাব দিয়েই আবার নতুন করে সাজিয়ে তুলতে পারেন আপনার ঘর বা ফ্ল্যাটটি।
০৩১০
বিশেষ করে যদি আপনার কাছে থাকে সাবেকি আসবাব, তা হলে তো কথাই নেই। তা দিয়েই নিজের বাড়িকে দিতে পারেন একটি দুরন্ত লুক।
০৪১০
দরজা বা জানলার পাল্লার ব্যবহার: পুরনো দিনের কাজ করা দরজা বা জানলাগুলি দেখতে হত খুবই সুন্দর। বিশেষ করে খড়খড়ির জানলা বা দরজাগুলির পাল্লার দিকে চোখে রেখে আপনি অনায়াসেই ঘটাতে পারেন আপনার ঘরের সাজবদল।
০৫১০
ঘরের আলমারিটির পাল্লা বদলে লাগিয়ে নিতে খড়খড়ির পাল্লা। যা আপনার জামা কাপড় রাখার জায়গাটিকে দেবে একটি অনন্য লুক।
০৬১০
বেতের ব্যবহার: বেতের তৈরি চেয়ার বা সোফা। তাতে থাকতে পারে একটি গদিও। সেই গদির উপর রাখতে পারেন বেনারসি কাপড়ের তৈরি কুশন। আবার ঠিক তার বিপরীতের সোফা বা চেয়ারটায় ব্যবহার করুন সাধারণ কাপড়ের কুশন। আপনার বাড়ির বসবার ঘরটিতে আসবে এক অবিশ্বাস্য চেহারা।
০৭১০
টেবিল বা চেয়ারের পায়ার ব্যবহার: নকশা করা অনন্য আকৃতির পায়া ছিল পুরনো আমলের চেয়ার বা টেবিলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সেই পায়াকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন নতুন করে।
০৮১০
পুরনো চেয়ার বা টেবিলের নকশা করা পায়াটি খুলে নিয়ে তাকে ব্যবহার করতে পারেন চেয়ার বা সোফার হাতল হিসেবে। এটি আপনার সোফার সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহু গুণ। অথবা দু’তিনটি পায়া দিয়ে বানিয়ে নিতে পারেন ছোট টেবিল।
০৯১০
রট আয়রনের চেয়ার টেবিলের ব্যবহার: পুরনো আমলের রেলিঙে ব্যবহৃত রট আয়রনের নকশাগুলি ছিল বেশ সুন্দর। নতুন বাড়িতে সে গুলি দিয়ে কিছু কী বানানো যায় না? ভেবে দেখতে পারেন। আবার বাগানে রাখা রট আয়রনের চেয়ার টেবিলও এনে রাখতে পারেন আপনার ঘরে। তাতেও জমে যাবে।
১০১০
পুরনো আসন এবং কার্পেটের ব্যবহার: পুরনো দিনের হাতে বোনা আসন এবং কার্পেটগুলি অনেক সময় বেশ সুন্দর হত। সে গুলিকে ফেলে না দিয়ে বাঁধিয়ে দেওয়ালে টাঙাতে পারেন। ছবির মতো এটিও কিন্তু আপনার ঘরের শোভা বৃদ্ধি করতে পারে! এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।