অষ্টমীর সকাল মানেই সকাল সকাল স্নান সেরে নতুন শাড়ি বা পাঞ্জাবি পায়জামা পরে মণ্ডপ যাওয়া। কায়মনোবাক্যে দেবীর কাছে মনের ইচ্ছে জানিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া। কিন্তু এই বছর মহাষ্টমীর অঞ্জলির সময় কখন পড়েছে, সন্ধিপুজোই বা কখন জানেন? এ বারও কি গত বছরের মতোই কাকভোরে উঠে যেতে হবে অঞ্জলি দিতে? জেনে নিন সব প্রশ্নের উত্তর।
মহাষ্টমীর অঞ্জলির সময়:
বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০২৫ সালের মহাষ্টমীর তিথি আরম্ভ হচ্ছে ২৯ সেপ্টেম্বর অর্থাৎ ১২ আশ্বিন বিকেল ৪টে ৩৩ মিনিটে। এটি চলবে ৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৭ মিনিট পর্যন্ত।
এই দিন অমৃতযোগ পড়েছে ভোর ৬টা ১৮ মিনিটের মধ্যে। এবং আবার ৭টা ৬ মিনিট থেকে ১১টা ৪ মিনিটের মধ্যে। এর মধ্যেই মহাষ্টমীর পুজো সারতে হবে।
আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টা ২৬ মিনিট ৩০ সেকেন্ড থেকেই মহাষ্টমীর তিথি শুরু হয়ে যাচ্ছে যা চলবে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।
মহাষ্টমীর পুষ্পাঞ্জলির সময় ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায়।
সন্ধিপুজোর সময়:
বিশুদ্ধ পঞ্জিকা মতে, ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪৩ মিনিট থেকে শুরু হবে সন্ধিপুজো। চলবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিট পর্যন্ত। আর গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিট ১৫ সেকেন্ড থেকে দুপুর ২ টো ৮ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে সন্ধিপুজো হবে। এ দিন বলি দেওয়ার সময় হল ১টা বেজে ৪৫ মিনিট।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।