কখনও তিনি দ্বিবাহু, কখনও চার বাহু। কিন্তু ‘দেবী লক্ষ্মী’ কথাটি শুনলেই চোখে ভাসে পদ্মের উপর উপবিষ্ট এক দেবীর ছবিই। কিন্তু জানেন কেন ধনদেবী পদ্মাসনা? কেন পদ্মের উপরেই তিনি উপবিষ্ট, এই নিয়ে কী বলছে পুরাণ, শাস্ত্র?
পুরাণে কথিত আছে দেবী লক্ষ্মী নারায়ণের সঙ্গে ক্ষীরোদ সাগরে মহানাগের উপর বিরাজ করেন। তবে সনাতন ধর্ম অনুসারে লক্ষ্মী বিরাজ করেন ৫টি জায়গায়। ভাবছেন তা হলে এসবের মধ্যে পদ্ম এল কী ভাবে? পদ্ম আসলে একান্ত ভাবেই স্ত্রী-র প্রতীক। তাই লক্ষ্মী দেবীকে পদ্মাসনে বিরাজ করতে দেখা যায়। শুধু তাই নয়, তাঁর পুজোয় পদ্ম ফুল লাগেই।
এ ছাড়াও পুরাণ থেকে এও জানা যায় যে দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় পদ্ম ফুলের উপর অধিষ্ঠিত হয়ে উঠে এসেছিলেন। সেই জন্যই তাঁকে কমলাসনা বলা হয়ে থাকে।
ব্রহ্মবৈবর্তপুরাণে উল্লেখ করা আছে, 'নমঃ কমলবাসিন্যৈ নারায়ণ্যৈ নমো নমঃ/কৃষ্ণপ্রিয়ায়ৈ সারায়ৈ পদ্মায়ৈ চ নমো নমঃ।' অর্থাৎ নারায়ণের প্রিয়া পদ্মবাসিনী দেবীকে প্রণাম। লক্ষ্মী দেবী কেবল পদ্মের উপর উপবিষ্ট এমনটাই নয়, তিনি পদ্মপত্র নয়না, কমলাস্যমুখী। ফলে পদ্মের সঙ্গে দেবী লক্ষ্মীর গুণগত মিল পাওয়া যায় এবং তাঁকে পদ্মের উপর বসে থাকতে দেখা যায়।
এ ছাড়া পদ্ম যেহেতু জলে জন্মে, সেটি জীবন এবং উর্বরতার প্রতীক। আর দেবী লক্ষ্মী হলেন সম্পদ এবং জীবনের প্রতীক।
আদতে পদ্মফুল দেবীর সৌন্দর্যের পাশাপাশি তাঁর পবিত্র আবাস এবং প্রতীকের চিহ্ন।
তবে পদ্ম ফুল ছাড়াও আরও নানাবিধ জিনিসে ধনদেবীর অধিষ্ঠান বলে জানা যায়। যেমন, জ্যোতিষশাস্ত্র মতে দেবী লক্ষ্মী থাকেন হাতের আঙুলের সামনের দিকে। সনাতনী ঐতিহ্য অনুসারে হাতির কপালের যে উঁচু জায়গা রয়েছে সেখানেই তিনি থাকেন।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।