দেবী দুর্গা ফিরে গিয়েছেন কৈলাসে। এত দিন যে মণ্ডপগুলি আলোয় ঝলমলে হয়ে ছিল, দর্শনার্থীদের ঢল নামছিল, আজ তা ফাঁকা। কোথাও প্যান্ডেল খোলার কাজ চলছে, তো কোথাও জ্বলছে একাকী প্রদীপ। বিষাদের সুর যেন অগোচরে কোথাও বেজেই চলেছে। তবে যতই মন খারাপ থাক, আর মাত্র ক’দিন পরেই ফের মর্ত্যে আসছেন ধনদেবী। কিন্তু এ বার লক্ষ্মীপুজো কবে পড়েছে? কমলার আরাধনার শুভ সময়ই বা কী? জেনে নিন সবটা।
আরও পড়ুন:
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুজো। এ বছরের পঞ্জিকা অনুযায়ী কোজাগরী পূর্ণিমা শুরু হবে আগামী ৬ অক্টোবর থেকে, থাকবে ৭ অক্টোবর পর্যন্ত।
৬ অক্টোবর সকাল ১১টা ২৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। ছেড়ে যাবে ৭ অক্টোবর সকাল ৯টা ৩৩ মিনিটে। সকলেই জানেন, কোজাগরী লক্ষ্মী পুজো রাতে হয়। তাই ৬ অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যেই লক্ষ্মী দেবীর আরাধনা করা উচিত। তার শুভ সময় কখন?
পঞ্জিকা মতে, ৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে এই পুজোর শুভ সময়। তবে কেউ চাইলে ৭ অক্টোবর সকালেও পূর্ণিমা ছাড়ার আগে পুজো করতে পারেন।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।