দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শহর সাজে আলোয়। ভিড় জমে প্রতিমা দর্শনের জন্য, ধুনুচি নাচ চলে জমিয়ে, শোনা যায় ঢাকের বাদ্য। মনে করা হয়, এই সময়ে দেবী দুর্গার পায়ে তাঁর প্রিয় ফুল অর্পণ করা হলে, বহু দুঃসাধ্য কাজ যা আটকে রয়েছে সেটা সম্পন্ন হয়।
দুর্গাপুজোয় দেবীকে কী কী ফুল নিবেদন করবেন? চলুন জেনে নেওয়া যাক-
শিউলি ফুল: ভোরের শিশির ভেজা ঘাসে সাদা-কমলা শিউলি ছড়িয়ে থাকা মানেই শরৎ এসেছে, আর তার সঙ্গেই দুর্গাপুজোর আবহ। শিউলি ফুল ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। এই ফুলের আগমনই দুর্গাপুজোর বার্তা দেয়। সপ্তমী, অষ্টমী প্রত্যেক দিনই পুজোর অঞ্জলিতেই এই ফুল দরকার। মায়ের চরণে এই ফুল অর্পণ করলে মনের সকল ইচ্ছে পূরণ হয়।
পদ্ম ফুল: পদ্ম ফুল হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও দেবীশক্তির প্রতীক বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আরাধনায় পদ্ম ফুল অপরিহার্য। দেবীকে এই ফুল অর্পণ করলে ভক্তের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস। পদ্ম লক্ষ্মী দেবীরও আসন। অষ্টমী ও নবমীর অঞ্জলিতেও পদ্ম ফুলের প্রয়োজন। নবমীর দিন ১০৮টি পদ্ম অর্পণ করতে হয়। এ ছাড়াও দেবীর কাছে পদ্ম ফুল অর্পণ করলে আপনার মনস্কামনাও পূরণ হবে।
গাঁদা ফুল: গাঁদা ফুল সব দেবতাদেরই প্রিয় ফুল। দুর্গাপুজোয় প্রতিমা সাজাতে, মণ্ডপের তোড়ন বানাতে, আরতি এমনকী অঞ্জলিতেও গাঁদা ফুল বিশেষ ভাবে ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয়, গাঁদা ফুল অর্পণ করলে মা দুর্গা সহজেই সন্তুষ্ট হন। বিশেষ করে এই ফুল যে কোনও পুজোর পুষ্পাঞ্জলির সময় অর্পণ করা হয়। দুর্গাপুজোয় শিউলি, জবা, পদ্মের পাশাপাশি গাঁদা ফুলও দেবীর পুজোয় অপরিহার্য।
জবা ফুল: লাল জবা দেবী দুর্গার অদম্য শক্তির প্রকাশ। দেবীকে জবা অর্পণ করলে ভক্তরা সাহস ও শক্তি পান। তা ছাড়া দেবী কালীকার প্রিয় ফুল এটি। শাস্ত্রে বলা আছে, লাল জবা ছাড়া দুর্গার পুজো সম্পূর্ণ হয় না। দুর্গা ও কালীকে সবচেয়ে বেশি এই ফুলেই সন্তুষ্ট করা যায়। জবা ফুল অর্পণ করলে জীবনের শত্রু ও অশুভ শক্তি দূর হয় বলে মনে করা হয়।
অপরাজিতা: দুর্গাপুজোয় অপরাজিতা ফুল দিলে দেবী ভক্তকে শক্তি, সাহস ও জীবনের বাধা জয় করার ক্ষমতা দেন। এই ফুল অর্পণ করলে সংসারে শান্তি আসে এবং ভক্তের জীবনে সমৃদ্ধি ও উন্নতি ঘটে। অপরাজিতা ফুল দেবীর পুজোয় ব্যবহার করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
জুঁই ফুল: জুঁই ফুলের সাদা রং দেবীর প্রতি নির্মল ভক্তি, পবিত্রতা ও শান্তির প্রতীক। দেবী দুর্গার চরণে জুঁই অর্পণ করলে মন-প্রাণ পবিত্র হয়। দুর্গাপুজোয় দেবীর আরতি, মালা ও চন্দন সাজে জুঁই ফুল ব্যবহার করা হয়। বিশ্বাস আছে, দেবী জুঁই ফুলে অত্যন্ত সন্তুষ্ট হন। জুঁই ফুল অর্পণ করলে সংসারে শান্তি বৃদ্ধি পায়। জুঁই ফুল ভক্তের জীবনে আনন্দ, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আনে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।